IND vs ENG: যশস্বী-গিল-সরফরাজের ব্যাট শাসন করল ব্রিটিশদের, 'বাজবল' অহংকার চূর্ণ হওয়া সময়ের অপেক্ষা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England 3rd Test: যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং শুভমান গিল ও সরফরাজ খানের দুরন্ত ব্যাটিং। তিন তরুণ তারকার ব্যাটে ভর করে রাজকোটে তৃতীয় টেস্টে ৫৫৭ রানের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া।
রাজকোট: যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং শুভমান গিল ও সরফরাজ খানের দুরন্ত ব্যাটিং। তিন তরুণ তারকার ব্যাটে ভর করে রাজকোটে তৃতীয় টেস্টে ৫৫৭ রানের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংস ভারতের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২১৪ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। এছাড়া শুভমান গিল ৯১ ও সরফরাজ খান ৬৮ রানের ইনিংস খেলেন।
রবিবার ২ উইকেটে ১৯৬ রান নিয়ে খেলা শুরু করে ভারতীয় দল। সেখান থেকে দলকে আরও কিছুটা টানেন শুভমান গিল ও কুলদীপ যাদব। জুটিতে ৫৫ রান যোগ করেন তারা। একটা সময় যখন মনে হচ্ছিল শুভমান গিলের শতরান শুধু সময়ের অপেক্ষা। তখনই কুলদীপ যাদবের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন গিল। দলের ২৪৬ রানের মাথায় আউট হন শুভমান গিল। ৯১ রান করে তিনি।
advertisement
গিল আউট হওয়ার পর মাঠে নামেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় দিনে শতরানের পর পিঠের যন্ত্রণার কারণে মাঠ ছেড়েছিলেন যশস্বী। চতুর্থ দিনে ক্রিজে নেমে ফের একই ছন্দে ব্যাটিং শুরু করেন তিনি। যদিও কুলদীপ বেশি সময় সঙ্গ দিতে পারেননি যশস্বীকে। ২৫৮ রানে চতুর্থ উইকেট পড়ে ভারতের। ২৭ রান করে আউট হন তৃতীয় দিনে ভারতের নাইট ওয়াচ ম্যান কুলদীপ।
advertisement
advertisement
এরপর ভারতীয় দল যতক্ষণ ব্যাটিং করেছেন শাসন করেছে ইংরেজ বোলারদের। প্রথম ইনিংসর ছন্দ ধরে রেখে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন সরফরাজ খান। অপরদিকে চালিয়ে খেলেন যশস্বীও। বিশাখাপত্তনমের পর রাজকোটেও ডাবল সেঞ্চুরি করেন যশস্বী। অর্ধশতরান করেন সরফরাজ। শে। ১৭২ রান জুটিতে যোগ করেন শুভমান গিল ও সরফরাজ খান।
advertisement
দুই তরুণ ভারতীয় ব্যাটারের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ডের বোলাররা। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৪৩০ রানে ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। ২৩৬ বলে ২১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল। ১৪টি চার ও ১২টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। সরফরাজ খান করেন ৭২ বলে ৬৮ রান। ৬টি চার ও ৩টি ছয় মারেন সরফরাজ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2024 2:36 PM IST