Yashasvi Jaiswal In Bathroom: ব্যাট হাতে তো ধামাকা মাচান! বাথরুমের মধ্যে তাঁর ‘কীর্তি’ সুপার ভাইরাল, লোকে বলছে এ আবার কী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Yashasvi Jaiswal In Bathroom: বাথরুমে রূপচর্চায় ব্যস্ত তরুণ যশস্বী, কিন্তু বাথরুমে এটা কী করছেন
কলকাতা: হঠাৎই বাথরুমের ভিতরে ভাইরাল যশস্বী! ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে৷ ভিডিওতে ফ্যানরা যশস্বী জয়সওয়ালের এমন একটি দিক দেখতে পেয়েছেন যা কেউ কখনও আশা করেনি। এই ভিডিওতে, যশস্বী জয়সওয়ালকে গান গাইতে দেখা যাচ্ছে। তার গান অসাধারণ না হলেও ভারী অদ্ভুত- যা ফ্যানদের হতবাক করে দিয়েছে। যদিও যশস্বী একজন ক্রিকেটার, গায়ক নন, তবুও কে গান গাইতে ভালোবাসে না?
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বর্ডার ২ সিনেমার একটি সুপারহিট গান গুনগুন করে গান গাইতে গাইতে একটি ভিডিওও শেয়ার করেছেন যশস্বী। এই ভিডিওতে, যশস্বী তাঁর ত্বকের যত্ন নিচ্ছেন৷ যশস্বীকে তাঁর রুটিন স্কিন কেয়ার সময় মন থেকে গানটি গাইছেন৷ তবে ফ্যানরা তাঁর গানের চেয়ে তাঁর ব্যাটিংকে বেশি প্রশংসা করছেন এটাই মত নেটিজেনদের৷ এটা স্পষ্ট যে যশস্বীর গান বেশ অদ্ভুত।
advertisement
Nice hidden talent Jaisu baby. Keep it hidden 🥺 pic.twitter.com/BNE2B73wWM
— Kusha Sharma (@Kushacritic) January 25, 2026
advertisement
আরও পড়ুন – Turning Point: মাত্র ছ’টা বল! নিউজিল্যান্ডকে একেবারে পথে বসিয়ে দিল, ৬ দিন আগেই সিরিজের বড় ফয়সালা
advertisement
তরুণ ক্রিকেটার অভিষেকে ছাড়া টিম ইন্ডিয়ার হয়ে যশস্বী জয়সওয়াল অসাধারণ পারফর্ম করেছেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে তাকে নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছে। এই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দলে যশস্বীকে অন্তর্ভুক্ত করা হয়নি। ধারাবাহিক পারফর্মেন্স সত্ত্বেও, যশস্বী ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় ফর্ম্যাটেই ভারতীয় দলে উপযুক্ত সুযোগ খুঁজে পাননি।
advertisement
এদিকে, গত বছর টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে যশস্বী অসাধারণ পারফর্ম করেছিলেন। ২০২৫ সালে, যশস্বী টিম ইন্ডিয়ার হয়ে ১০টি টেস্ট ম্যাচে ১৯ ইনিংসে ৩৯.২১ গড়ে ৭৪৫ রান করেছিলেন। গত বছর তার সর্বোচ্চ স্কোর ছিল ১৭৫। শুধু তাই নয়, যশস্বী তিনটি সেঞ্চুরি এবং সমান সংখ্যক অর্ধশতকও করেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 26, 2026 9:55 AM IST









