WTC Final 2025 AUS vs SA: চ্যাম্পিয়নদের আগেই 'বিশ্বকাপ' ফাইনালের একাদশ ঘোষণা করে দিল চ্যালেঞ্জাররা! অপেক্ষা আর কিছু ঘণ্টার

Last Updated:

WTC Final 2025 AUS vs SA: বুধবার থেকে লর্ডসে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা।

News18
News18
বুধবার থেকে লর্ডসে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা। ৬ ব্যাটার, ১ অলরাউন্ডার ও ৪ বোলার কম্বিনেশনে দল সাজিয়েছে প্রোটিয়ারা। ফাইনালের আগে হেনরিক ক্লাসেনের অবসর ধাক্কা হলেও, আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার দল ঘোষণায় সবথেকে আলোচিত সিদ্ধান্ত হল তৃতীয় পেসার হিসেবে অভিজ্ঞ লুঙ্গি এনগিডিকে অন্তর্ভুক্ত করা। তিনি সাম্প্রতিক সময়ে ফিটনেস সমস্যায় ভুগেছেন এবং জানুয়ারি ২০২৪ থেকে কেবল একটি টেস্ট খেলেছেন। তবে এনগিডির অভিজ্ঞতা ও অতিরিক্ত গতি বিবেচনায় নিয়ে তাকে দলে রাখা হয়েছে। ফলে বাদ পড়েছেন অভিজ্ঞ ডেন প্যাটারসন, যিনি সাম্প্রতিক দুটি টেস্টে পাঁচ উইকেট করে নিয়েছিলেন।
advertisement
দল ঘোষণার পর প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা জানান, “এটা কঠিন সিদ্ধান্ত ছিল। প্যাটো ভালো পারফর্ম করলেও কৌশলগত কারণে এনগিডিকে নেওয়া হয়েছে। ওর উচ্চতা, গতি এবং অভিজ্ঞতা আমাদের বোলিং আক্রমণকে আরও ভারসাম্যপূর্ণ করবে।”
advertisement
এছাড়াও বড় একটি চমক হলো অলরাউন্ডার উইয়ান মুলডারকে ব্যাটিং পজিশনে তিন নম্বরে রাখা। যদিও তিনি এই পজিশনে কেবল দুবার ব্যাট করেছেন এবং সাফল্যও পাননি। তবে অধিনায়কের আস্থা তার ওপর। বাভুমা বলেন, “মুলডার তরুণ হলেও প্রতিভাবান। আমরা ওকে সমর্থন দিচ্ছি। আশা করি সে নিজের খেলাটা খেলতে পারবে।”
advertisement
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়মশিপের ফাইনালে প্রোটিয়াদের একাদশে রয়েছেন: এডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, ট্রিস্টান স্টাবস, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ এবং লুঙ্গি এনগিডি।
advertisement
প্রসঙ্গত, প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ফলে দেশকে প্রথম আইসিসি ট্রফি জয়ের স্বাদ দেওয়া ও ইতিহাস গড়ার বড় সুযোগ টেম্বা বাভুমার দলের সামনে। অপরদিকে, টাইটেল ডিফেন্ড করতে নামছে অজিরা। ক্রিকেটের মক্কায় হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2025 AUS vs SA: চ্যাম্পিয়নদের আগেই 'বিশ্বকাপ' ফাইনালের একাদশ ঘোষণা করে দিল চ্যালেঞ্জাররা! অপেক্ষা আর কিছু ঘণ্টার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement