WTC Final 2023, IND vs AUS: নিজের বিতর্কিত আউট নিয়ে সরব শুভমান গিল! ব্যঙ্গ করলেন নেট দুনিয়ায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: শুভমান গিলের বিতর্কিত আউটের সিদ্ধান্তের শিকার হতেন ভারতীয় ওপনার শুভমান গিল। যার আউট নিয়ে জোর চর্চা এখনও ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সোশ্যাল মিডিয়ায়। এবার নিজের আউট নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় ঝাল মেটালেন গিল।
ওভাল: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চততুর্থ দিনে অস্ট্রেলিয়ার সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে ভারতীয় দল। দিনের শেষে অ্যাডভান্টেজ ব্যাগি গ্রিনদের থাকলেও ভারতের আশা ভরসা এখনও বিরাট কোহলি ও শুভমান গিলের জুটি। কিন্তু এই অ্যাডভান্টেজ টুকুও হয়তো অস্ট্রেলিয়ার থাকত না যদি না আম্পায়ারের বিতর্কিত আউটের সিদ্ধান্তের শিকার হতেন ভারতীয় ওপনার শুভমান গিল। যার আউট নিয়ে জোর চর্চা এখনও ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সোশ্যাল মিডিয়ায়। এবার নিজের আউট নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় ঝাল মেটালেন গিল।
ওভালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করার একপ্রকার দুর্ভাগ্যের শিকারল হন গিল। বোল্যান্ডের বলে গ্রিন ক্যাচ ধরলেও তা মাটিতে ছুঁয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আম্পায়র আউট দিলেও ভিডিও দেখে ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন বল মাটিতে স্পর্শ করেছে। বড় ম্যাচে এমন সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়ে চরম বিতর্ক।
advertisement

advertisement
চতুর্থ দিনের খেলা শেষে সোশ্যাল মিডিয়ায় গ্রিনের ক্যাচ নেওয়ার ছবি দিয়ে আর ইমোজি দিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছেনশুভমান গিল। ট্যুইটারে ছবি পোস্ট করে গিল আতসকাচ ও মাথা চাপড়ানোর ইমোজি দিয়েছেন। আর নিজের ইনস্টা স্টোরিতেও গ্রিনের ক্যাচের ছবি দিয়ে হাততালি দেওয়ার ইমোজি দেন শুভমান গিল। মাঠেও আম্পায়ারের সিদ্ধান্তের পর গিলকে বিরক্ত প্রকাশ করতে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্গাত্মক পোস্ট সেই বিরক্তিরই বহিঃপ্রকাশ।
advertisement
🔎🔎🤦🏻♂️ pic.twitter.com/pOnHYfgb6L
— Shubman Gill (@ShubmanGill) June 10, 2023
শুভমান গিলের আউট নিয়ে সরব হয়েথেন প্রাক্তন ক্রিকেটাররাও। সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, বীরেন্দ্র সেওয়াগ, কুমারা সাঙ্গাকারার মত তারকারাও আউট নিয়ে আম্পায়ের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন। এমনকী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ফলে গিলের আউট নিয়ে ক্রিকেট বিশ্ব তোলপার বলা যেতেই পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 9:45 AM IST