WTC Final 2023: IND vs AUS: ওভালে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে ভারত! শুরুতেই ধাক্কা দিল অজিদের

Last Updated:

WTC Final 2023, IND vs AUS: প্রথম ইনিংসে ১৭৩ রানের বিশাল লিড পেয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসের শুরুতে ওয়ার্নাররের উইকেট হারিয়ে অজিরা। তৃতীয় দিনের চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২৩ রানে ১ উইকেট।

প্রথম ইনিংসে ১৭৩ রানের বিশাল বড় লিড পায় ব্যাগিন গ্রিনরা। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন ওয়ার্নার। চা বিরতিতে ২৩ রানে ১ উইকেট ছিল ব্যাগি গ্রিনরা। ১৩ রানে অপরাজিত ছিলেন খোয়াজা ও ৮ রানে লাবুশানে।
প্রথম ইনিংসে ১৭৩ রানের বিশাল বড় লিড পায় ব্যাগিন গ্রিনরা। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন ওয়ার্নার। চা বিরতিতে ২৩ রানে ১ উইকেট ছিল ব্যাগি গ্রিনরা। ১৩ রানে অপরাজিত ছিলেন খোয়াজা ও ৮ রানে লাবুশানে।
ওভাল: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তৃতীয় দিনেও চালকের আসনে অস্ট্রেলিয়া দল। দিনের শুরুতে অজিঙ্কে রাহানে ও শার্দুল ঠাকুর কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেশনে ফের খেলার রাশ নিজেদের হাতে নেয় ব্যাগি গ্রিনরা। প্রথম ইনিংসে ১৭৩ রানের বিশাল লিড পেয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসের শুরুতে ওয়ার্নাররের উইকেট হারিয়েছে অজিরা। তৃতীয় দিনের চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২৩ রানে ১ উইকেট।
১৫১ রানে ৫ উইকেট থেকে শুরু হয় তৃতীয় দিনের খেলা। দিনের শুরুতেই আউট হন কেএস ভরত। এরপর অজিঙ্কে রাহানে ও শার্দুল ঠাকুর ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যান। ভারতীয় দলে নিজের কামব্যাক ইনিংসে অনবদ্য ব্যাটিং করেন অজিঙ্কে রাহানে। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। মধ্যাহ্ন বিরতিতে ভারতের স্কোর ছিল ২৬০ রানে ৯ উইকেট। মধ্যাহ্ন বিরতির পর ফের ঠান্ডা মাথা শুরু করেন রাহানে ও শার্দুল। কিন্তু প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বলে গালি ও পয়েন্টের মাঝ দিয়ে খেলতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে দিয়ে বসেন অজিঙ্কে রাহানে। রাহানের বিদ্যুৎ গতির শট শরীর ছুড়ে দিয়ে অবিশ্বাস্য বাজপাখির মত ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। ৮৯ রানে আউট হন রাহানে।
advertisement
advertisement
এরপর শার্দুল একার হাতে কিছুটা টেনে নিয়ে যান দলকে। নিজের অর্ধশতরানও পূরণ করেন শার্দুল ঠাকুর। কিন্তু অপরদিক থেকে ভারতীয় টেলেন্ডাররা ওভালের উইকেটে অজি পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫১ রানে আউট হন শার্দুল ঠাকুর। তারপর আর বেশিদূর এগোয়নি ভারতীয় ইনিংস। ২৯৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৭৩ রানের বিশাল বড় লিড পায় ব্যাগি গ্রিনরা। তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হন ওয়ার্নার। চা বিরতিতে ২৩ রানে ১ উইকেট ব্যাগি গ্রিনরা। ১৩ রানে অপরাজিত রয়েছেন খোয়াজা ও ৮ রানে অপরাজিত লাবুশানে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2023: IND vs AUS: ওভালে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে ভারত! শুরুতেই ধাক্কা দিল অজিদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement