WTC Final 2023, IND vs AUS: গিলের গোপন জায়গায় হাত কোহলির! বিরাটের দুষ্টুমির শিকার শুভমান, ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন ফিল্ডিংয়ের সময় বিরাট কোহলি যেটা করলেন তা নজিরবিহীন। আর কোহলির এই মসকরার শিকার হলেন ভারতীয় দলের তারকা ওপোনার শুভনমান গিল।
ওভাল: মাঠে কোনও সময়ই বিরাট কোহলির এনার্জির যে কোনও খামতি থাকে না সেই কথা আমাদের সকলের জানা। ব্যাট হাতে কোটি কোটি ফ্যানেদের আশা পূরণের পাশাপাশি মাঠে ফিল্ডিংয়ের সময় চার্জডআপ দেখা যায় কোহলিকে। প্রতিপক্ষের উইকেট পড়লে অনেক সময় তো বোলারের থেকে বেশি সেলিব্রেশন করতে দেখা যায় বিরাটকে। আসলে মাঠে প্রতিটা মুহূর্ত এনজয় করতে জানেন বিরাট কোহলি।
তবে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন ফিল্ডিংয়ের সময় বিরাট কোহলি যেটা করলেন তা নজিরবিহীন। আর কোহলির এই মসকরার শিকার হলেন ভারতীয় দলের তারকা ওপোনার শুভনমান। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় কোহলি ও গিল দুজনেই স্লিপে ফিল্ডিং করছেন। উল্টো দিক থেকে সেই সময় কোহলি গিলের পাশ দিয়ে যাওয়ার সময় সতীর্থের গোপন জয়গায় হাত দেওয়ার ভান করেন কোহলি।
advertisement
😭😭😭 pic.twitter.com/xPxBuVwwHi
— whyrat käwhli (@anubhav__tweets) June 10, 2023
advertisement
ঘটনাটি ঘটেছে ওভাল টেস্টের চতুর্থ দিনে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ভিডিও আরও দেখা যায়, বিরাট হাত বাড়িয়ে চমকে দেওয়ার চেষ্টা করলে স্বাভাবিকভাবেই গিল দুটি হাত দিয়ে সামনে দিয়ে আড়াল করার চেষ্টা করেন। বিরাট কোহলির শুভমান গিলের সঙ্গে মজার মুহূর্ত দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: ব্র্যাডম্যান-সচিনের সঙ্গে একই আসনে কোহলি, অজিদের বিরুদ্ধে গড়লেন ‘বিরাট’ রেকর্ড
প্রসঙ্গত, ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১৬৪ রানে ৩ উইকেট। শেষ দিনে ম্যাচ জেতার জন্য ভারতের দরকার ২৮০ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্কে রাহানে। ৪৪ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি ও ২০ রানে অপরাজিত রয়েছেন অজিঙ্কা রাহানে। ভারতীয় ফ্যানেদের আশা-ভরসার নাম কোহলি-রাহানে জুটি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2023 3:06 PM IST