Wrestler Protest: ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এবার দুই বোনের কোন্দল সামনে

Last Updated:

Wrestler Protest: ‘‘দিদি, আপনি বাদামের তৈরি রুটি খান, কিন্তু আমি এবং আমার দেশের মানুষও গমের তৈরি রুটি খাই, সবাই বোঝে। এখন সময় এসেছে যে আপনি আপনার আসল উদ্দেশ্য বলুন কারণ এখন জনগণ আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে।’’

ববিতা ও সাক্ষী
ববিতা ও সাক্ষী
নয়াদিল্লি: ভারতীয় রেসলিং ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারী প্রতিবাদী কুস্তিগীররা কীভাবে কী করবেন তারমধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা৷ অলিম্পিকে পদক বিজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক এবং তার স্বামী সত্যব্রত কাদিয়ান সম্প্রতি ভিডিওতে দাবি করেছিলেন ববিতা ফোগাট যন্তর মন্তর থানা থেকে বিদ্রোহী কুস্তিগীরদের বিক্ষোভ অবস্থানের জন্য অনুমতি দিয়েছিলেন। তবে এবার এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ববিতা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেছেন ববিতা।
দুই বোনের পোস্টে একেবারে চরম দ্বন্দ্ব সামনে চলে আসছে৷ যা নিঃসন্দেহে কুস্তিগীরদের আন্দোলনকে অনেকটাই কালিমলিপ্ত করে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
আরও দেখুন
advertisement
ববিতা ফোগাট তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘‘গতকাল যখন আমি আমার ছোট বোন এবং তাঁর স্বামীর ভিডিও দেখছিলাম তখন আমার খারাপ লাগছিল এবং হাসছিলাম৷ প্রথমে আমি এটা পরিষ্কার করে দিই যে ছোট বোনের দেখানো অনুমতিপত্রে কোনও প্রমাণ নেই। কোথাও আমার স্বাক্ষর বা আমার সম্মতির প্রমাণ নেই, দূর পর্যন্ত এতে আমার কিছু করার নেই। আমি প্রথম দিন থেকেই বলে আসছি দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখলে সত্য অবশ্যই বেরিয়ে আসবে।’’
advertisement
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেছেন ববিতা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেছেন ববিতা।
ভিডিও শেয়ার করেছিলেন সাক্ষী ও সত্যব্রত
শনিবার সোশ্যাল মিডিয়ায় সাক্ষী মালিক এবং সত্যব্রত কাদিয়ান যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে তাঁরা অভিযোগ করেছে যে বহু বছর ধরে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াতে কুস্তিগীরদের যৌন নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, গত ১০-১২ বছর ধরে ফেডারেশনে মহিলা কুস্তিগীরদের যৌন শোষণ চলছে, কেউ আওয়াজ তুললে তাদের কেরিয়ার শেষ করে দেওয়ার ভয় দেখানো হয়৷
advertisement
‘তুমি এখন তোমার আসল উদ্দেশ্য বল’
ববিতা নিজের পোস্টে আরও লিখেছেন, ‘‘একজন মহিলা খেলোয়াড় হিসেবে দেশের সব খেলোয়াড়ের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব, কিন্তু প্রতিবাদের শুরু থেকেই এই জিনিসটার পক্ষে ছিলাম না। দিদি, আপনি বাদামের তৈরি রুটি খান, কিন্তু আমি এবং আমার দেশের মানুষও গমের তৈরি রুটি খাই, সবাই বোঝে। এখন সময় এসেছে যে আপনি আপনার আসল উদ্দেশ্য বলুন কারণ এখন জনগণ আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে।’’
বাংলা খবর/ খবর/খেলা/
Wrestler Protest: ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এবার দুই বোনের কোন্দল সামনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement