Wrestler Protest: ‘যা দেখলাম অস্থির করেছে’ কুস্তিগীরদের পাশে দাঁড়াল ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা

Last Updated:

Wrestler Protest: বিশ্বমঞ্চে সম্মান এনে দেওয়া এই প্রতিবাদীদের পাশে এসে দাঁড়ালেন ১৯৮৩-বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷ আজ বিক্ষোভরত কুস্তিগীরদের প্রতি সমর্থণ দেখিয়ে একটি বিবৃতি জারি করেছেন তাঁরা৷

কুস্তিগীরদের বিক্ষোভে পাশে দাঁড়ালেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা
কুস্তিগীরদের বিক্ষোভে পাশে দাঁড়ালেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই যন্তরমন্তরে প্রতিবাদ চালাচ্ছেন ভারতের পদকজয়ী কুস্তিগীররা৷ বিভিন্ন স্তর থেকে তাঁরা সমর্থণ পাচ্ছিলেন৷ দেশকে বিশ্বমঞ্চে সম্মান এনে দেওয়া এই প্রতিবাদীদের পাশে এসে দাঁড়ালেন ১৯৮৩-বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷ আজ বিক্ষোভরত কুস্তিগীরদের প্রতি সমর্থণ দেখিয়ে একটি বিবৃতি জারি করেছেন তাঁরা৷
বিশ্বসেরা এই অ্যাথলিটদের কাছে ভয়ানক কিছু সিদ্ধান্ত না নেওয়ার আবেদন করেছেন তাঁরা৷ এই বিবৃতিতে মত রয়েছে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব, বিশ্ববন্দিত সুনীল গাভাসকরের৷
advertisement
advertisement
সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগট বিদ্রোহী কুস্তিগীরদের এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন৷ এঁরা সকলেই দাবি করেছেন ডাব্লু এফআই -র প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির জন্য৷ এর আগে ৩০ তারিখ হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক ভাসিয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তাঁরা৷
আরও দেখুন
দিল্লি পুলিশ আইন ভাঙার অভিযোগে ২৮ মে প্রকাশ্য রাস্তায় এই সব পদকজয়ীদের সঙ্গে ধস্তাধস্ত্বিতে জড়িয়ে পড়ে৷ তাঁরা নাকি অনুমতি ছাড়া পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন এই ছিল পুলিশের দাবি৷ এমনকি তাঁরা আর যন্তর মন্তরে নিজেদের বিক্ষোভস্থলে ফিরতে পারবে না এটাও জানানো হয়েছিল দিল্লি পুলিশের পক্ষ থেকে৷ কিন্তু প্রকাশ্য রাস্তায় যেভাবে পদকজয়ীদের সঙ্গে ব্যবহার করা হয়েছিল তা দেখে খুবই কষ্টে ও অস্থিরতায় রয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷
advertisement
এদিকে এত ঘটনার পর শুক্রবারই প্রথম কুস্তিগীরদের বিক্ষোভ নিয়ে মুখ খোলেন বিজেপির এক সাংসদ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে ক্রমবর্ধমান বিক্ষোভ চলছেই৷ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের পাশে দাঁড়াচ্ছে দেশের নানা মহল৷ তবুও এই বিষয় নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি কার্যত নীরব৷ এই অবস্থায় বিজেপির মহারাষ্ট্রের সাংসদ প্রীতম মুন্ডে  বলেছেন, ‘‘যে কোনও মহিলার করা অভিযোগকে বিবেচনা করা উচিত।’’
বাংলা খবর/ খবর/খেলা/
Wrestler Protest: ‘যা দেখলাম অস্থির করেছে’ কুস্তিগীরদের পাশে দাঁড়াল ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement