Wrestler Protest: ‘যা দেখলাম অস্থির করেছে’ কুস্তিগীরদের পাশে দাঁড়াল ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Wrestler Protest: বিশ্বমঞ্চে সম্মান এনে দেওয়া এই প্রতিবাদীদের পাশে এসে দাঁড়ালেন ১৯৮৩-বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷ আজ বিক্ষোভরত কুস্তিগীরদের প্রতি সমর্থণ দেখিয়ে একটি বিবৃতি জারি করেছেন তাঁরা৷
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই যন্তরমন্তরে প্রতিবাদ চালাচ্ছেন ভারতের পদকজয়ী কুস্তিগীররা৷ বিভিন্ন স্তর থেকে তাঁরা সমর্থণ পাচ্ছিলেন৷ দেশকে বিশ্বমঞ্চে সম্মান এনে দেওয়া এই প্রতিবাদীদের পাশে এসে দাঁড়ালেন ১৯৮৩-বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷ আজ বিক্ষোভরত কুস্তিগীরদের প্রতি সমর্থণ দেখিয়ে একটি বিবৃতি জারি করেছেন তাঁরা৷
বিশ্বসেরা এই অ্যাথলিটদের কাছে ভয়ানক কিছু সিদ্ধান্ত না নেওয়ার আবেদন করেছেন তাঁরা৷ এই বিবৃতিতে মত রয়েছে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেব, বিশ্ববন্দিত সুনীল গাভাসকরের৷
1983 Cricket World Cup winning team issues statement on wrestlers’ protest – “We are distressed and disturbed at the unseemly visuals of our champion wrestlers being manhandled. We are also most concerned that they are thinking of dumping their hard-earned medals into river… pic.twitter.com/9FxeQOKNGj
— ANI (@ANI) June 2, 2023
advertisement
advertisement
সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগট বিদ্রোহী কুস্তিগীরদের এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন৷ এঁরা সকলেই দাবি করেছেন ডাব্লু এফআই -র প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির জন্য৷ এর আগে ৩০ তারিখ হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক ভাসিয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তাঁরা৷
আরও দেখুন
দিল্লি পুলিশ আইন ভাঙার অভিযোগে ২৮ মে প্রকাশ্য রাস্তায় এই সব পদকজয়ীদের সঙ্গে ধস্তাধস্ত্বিতে জড়িয়ে পড়ে৷ তাঁরা নাকি অনুমতি ছাড়া পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন এই ছিল পুলিশের দাবি৷ এমনকি তাঁরা আর যন্তর মন্তরে নিজেদের বিক্ষোভস্থলে ফিরতে পারবে না এটাও জানানো হয়েছিল দিল্লি পুলিশের পক্ষ থেকে৷ কিন্তু প্রকাশ্য রাস্তায় যেভাবে পদকজয়ীদের সঙ্গে ব্যবহার করা হয়েছিল তা দেখে খুবই কষ্টে ও অস্থিরতায় রয়েছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা৷
advertisement
এদিকে এত ঘটনার পর শুক্রবারই প্রথম কুস্তিগীরদের বিক্ষোভ নিয়ে মুখ খোলেন বিজেপির এক সাংসদ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে ক্রমবর্ধমান বিক্ষোভ চলছেই৷ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের পাশে দাঁড়াচ্ছে দেশের নানা মহল৷ তবুও এই বিষয় নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি কার্যত নীরব৷ এই অবস্থায় বিজেপির মহারাষ্ট্রের সাংসদ প্রীতম মুন্ডে বলেছেন, ‘‘যে কোনও মহিলার করা অভিযোগকে বিবেচনা করা উচিত।’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 4:59 PM IST