WPL 2024 MI vs RCB: হরমনপ্রীতকে ছাড়াই সহজ জয়, স্মৃতির আরসিবিকে হারিয়ে লিগ শীর্ষে মুম্বই

Last Updated:

WPL 2024 MI vs RCB: গত ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের হার থেকে শিক্ষা নিয়ে মহিলা আইপিএলে ঘুড়ে দাঁডাল মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার কঠিন ম্যাচ আরসিবিকে সহজেই হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বেঙ্গালুরু: গত ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের হার থেকে শিক্ষা নিয়ে মহিলা আইপিএলে ঘুড়ে দাঁডাল মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার কঠিন ম্যাচ আরসিবিকে সহজেই হারাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অধিনায়ক হরমনপ্রীত কউর না থাকলেও জয় পেতে কোনও অসুবিধাই হল না মুম্বইয়ের। ২৯ বল বাকি থাকতে আরসিবিকে ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌছে গেল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল।
হরমনপ্রীত কউরের অনুপস্থিতিতে মুম্বইকে নেতৃত্ব দেন ন্যাট স্কিভার ব্রান্ট। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। ম্যাচের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। টপ অর্ডারে স্মৃতি মন্ধনা, সোফি ডিভাইন, সবনইনি মেঘনা, রিচা ঘোষরা রান না পাওয়া চাপ বাড়ে আরসিবির উপর। কঠিন সময় দলের কিছুটা হাল ধরেন এলিস পেরি ও জর্জিয়া ওয়ারহ্যাম। পেরি ৪৪ ও ওয়ারহ্যাম ২৭ রান করে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান করে আরসিবি। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ন্যাট স্কিভার ব্রান্ট ও পুজা বস্ত্রাকর।
advertisement
রান তাড়া করতে ওপেনিং জুটিতে ঝোড়ো ইনিংস খেলেন যস্তিকা ভাটিয়া। তাকে সঙ্গ দেন হেইবি ম্যাথিউজ। ৪ ওভারে ৪৫ রানের পার্টনারশিপ করেন তারা। ১৫ বলে ৩১ রান করে আউট হন যস্তিকা ভাটিয়া। এরপর ম্যাথিউজের সঙ্গে স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান এই ম্যাচে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ট। ৬৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে মুম্বইয়ের। ২১ বলে ২৬ রান করে আউট হন হেইলি ম্যাথিউজ।
advertisement
advertisement
এরপর একদিকে থেকে মারকাটারি ব্যাটিং করেন অ্যামেলিআ কের। তাঁকে ঠান্ডা মাথায় সঙ্গ দেন ব্রান্ট। দুজন মিলে জুটিতে ৪৯ রান যোগ করেন ও দলের জয় নিশ্চিত করেন। ১১৮ রানে তৃতীয় উইকেট পড়ে। ২৫ বলে ২৭ করে আউট হন ব্রান্ট। শেষে অ্যামেলিয়া কের ও পুজা বস্ত্রাকর মিলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। অ্যামেলিয়া কের ২৪ বেল ৪০ রান ও পুজা ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচে জেতে মুম্বই ইন্ডিয়ান্স।
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2024 MI vs RCB: হরমনপ্রীতকে ছাড়াই সহজ জয়, স্মৃতির আরসিবিকে হারিয়ে লিগ শীর্ষে মুম্বই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement