RCB WPL 2024 Champion: কোহলিরা যা ১৬ বছরে পারেনি তা করে দেখাল স্মৃতিরা, দিল্লিকে হারিয়ে মহিলা আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি

Last Updated:

WPL 2024 Final: ছেলেদের আইপিএলে ১৬ বছর ধরে যে কাজ করতে পারেননি বিরাট কোহলিরা, উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমেই সেই কাজ করে দেখাল স্মৃতি মন্ধনার দল।

দিল্লি: ছেলেদের আইপিএলে ১৬ বছর ধরে যে কাজ করতে পারেননি বিরাট কোহলিরা, উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমেই সেই কাজ করে দেখাল স্মৃতি মন্ধনার দল। একতরফা ম্যাচে ডব্লুউপিএলের মেগা ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ছেলেদের না হলেও মহিলা আইপিএল ট্রফি ঘরে তুলে ফেলল আরসিবি। ফাইনালে দিল্লিকে ৮ উইরেটে হারাল বেঙ্গালুরু। অপরদিকে, পরপর দুবার ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকে গেল দিল্লি ক্যাপিটালসের।
মেগা ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালই করেছিল দিল্লি ক্যাপিটালসের দুই ওপোপ মেগ ল্যানিং ও শেফালি বর্মা। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজন। খেলেন বেশ কিছু মারকাটারি শট। ৬৪ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। তারপর ধস নামে দিল্লির ব্যাটিং লাইনে। শেফালি বর্মার ৪৪ ও মেগ ল্যানিংয়েক ২৭ রান ছাড়া কোনও আরসিবি ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয় দিল্লি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে ছোট টার্গেট থাকায় ঠান্ডা মাথায় ব্যাটিং করেন আরসিবির দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। ওপেনিং জুটিতে ৪৯ রানের পার্টনারশিপ করে জয়ের ভিত গড়ে দেন দুজনে। ডিভাইন ৩২ রান করে আউট হওয়ার পর স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান স্মৃতি ও এলিস পেরি। ৮২ রানে দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। ৩১ করে আউট হন অধিনায়ক স্মৃতি মন্ধনা। এরপর বাকি কাজটা অভিজ্ঞতার পরিচয় দিয়ে পূরণ করে পেরি ও রিচা ঘোষ। ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫ ও রিচা ঘোষ ১৭ রানে অপরাজিত থাকেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB WPL 2024 Champion: কোহলিরা যা ১৬ বছরে পারেনি তা করে দেখাল স্মৃতিরা, দিল্লিকে হারিয়ে মহিলা আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement