WPL 2024 Final DC vs RCB: ফাইনালে ব্যাটিং ভরাডুবি দিল্লির, চ্যাম্পিয়ন হতে আরসিবির টার্গেট ১১৪

Last Updated:

WPL 2024 Final DC vs RCB: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের ফাইনালে প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবির শিকার দিল্লি ক্যাপিটালস। টস জিতেও সুবিধা নিতে ব্যর্থ মেগ ল্যানিংয়ের দল। মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় গোটা দল।

দিল্লি: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের ফাইনালে প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবির শিকার দিল্লি ক্যাপিটালস। টস জিতেও সুবিধা নিতে ব্যর্থ মেগ ল্যানিংয়ের দল। মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় গোটা দল। তবে এবার ডব্লুউপিএলে একাধিক লো স্কোরিং থ্রিলার দেখা গিয়েছে। ফাইনালের স্লো উইকেটে আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ হয় কিনা এখন সেটাই দেখার।
মেগা ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালই করেছিল দিল্লি ক্যাপিটালসের দুই ওপোপ মেগ ল্যানিং ও শেফালি বর্মা। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজন। খেলেন বেশ কিছু মারকাটারি শট। ৬৪ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। ২৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন শেফালি বর্মা।
advertisement
ওপেনিং জুটি ভাঙতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন। খাতাই খুলতে পারেননি জেমাইমা রড্রিগেজ ও অ্যালিস ক্যাপসে। মেগ ল্যানিং নিজে ২৩ রান করে আউট হতেই আরও চাপে পড়ে যায় দিল্লির ব্যাটিং লাইন। তারপর ঘুড়ে দাঁড়াতে পারেনি গোটা দল। ৬২ রানে ১ উইকেট থেকে ৮৭ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে বসে দিল্লি ক্যাপিটালস।
advertisement
advertisement
এরপর রাধা যাদব কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। মাত্র ১১ রান করে আউট হন তিনি। শেষের দিকে অরুন্ধতি রেড্ডি ১০ রান করেন। শেফালি-ল্যানিং-রাধা-অরুন্ধতি ছাড়া কোনও দিল্লি ব্যাটার দুই অঙ্কের স্কোরে পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয় দিল্লি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2024 Final DC vs RCB: ফাইনালে ব্যাটিং ভরাডুবি দিল্লির, চ্যাম্পিয়ন হতে আরসিবির টার্গেট ১১৪
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement