WPL 2023: শেষ হল উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম লেগের খেলা, কী অবস্থা পয়েন্ট টেবিলের
- Published by:Sudip Paul
Last Updated:
WPL 2023: দেখতে দেখতে শেষ হয়ে গেল উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম লেগের খেলাও। প্রতিটি দল তাদের প্রথম লেগের চারটি করে ম্যাচ খেলে ফেলেছে। রইল প্রথম লেগের শেষে পয়েন্ট টেবিলের কী অবস্থা।
মুম্বই: ৪ মার্চ থেকে শুরু হয়েছিল উইমেন্স প্রিমিয়ার লিগ। ভারতীয় মহিলা ক্রিকেটে শুরু হয় নতুন ইতিহাসের। প্রথম মরসুমে ৫টি দলের প্রতিযোগিতা। দেখতে দেখতে শেষ হয়ে গেল প্রথম লেগের খেলাও। প্রতিটি দল তাদের প্রথম লেগের চারটি করে ম্যাচ খেলে ফেলেছে। অনবদ্য ব্যাটি, বোলিং, একাধিক রুদ্ধশ্বাস ম্যাচ, জয়ের হাসি, পরাজয়ের গ্লানি সবকিছুই উপহার পেয়েছে ক্রিকেট প্রেমিরা। খেলার উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা ছেলেদের আইপিএল থেকে কোনও অংশ কম নয়।
প্রথম লেগের খেলায় কোনও দল তাদের সব ম্যাচই জিতেছে। যেমন মুম্বই ইন্ডিয়ান্স ৪টি ম্যাচের মধ্যে সবকটিতেই জয় তুলে নিয়েছে। কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে হরমনপ্রীত কউরের দল। ভালো ছন্দে রয়েছে দিল্লি ক্যাপিটালসও। অপরদিকে, ভারতীয় দলের অপর তারকা স্মৃতি মন্ধনার রয়্যাল চ্যালেঞ্জার্সের পরিস্থিতি একেবারেই উল্টো। তারকাখোচিত দল গড়েও আরসিবি প্রথম লেগে এখনও জয়ের স্বাদ পায়নি। ৪টি ম্যাচে ৪টিতে হারের মুখ দেখতে হয়েছে। সোমবার থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় লেগের খেলা। তার আগে এক ঝলকে দেখে নিন উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম লেগের শেষে পয়েন্ট টেবিলের কী অবস্থা।
advertisement
উইমেন্স প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিল:
১.মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-৪, জয়-৪, হার-০, পয়েন্ট-৮ (নেট রান-রেট: +৩.৫২৪), ২. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-৪, জয়-৩, হার-১, পয়েন্ট-৬ (নেট রান-রেট: +২.৩৩৮), ৩. ইউপি ওয়ারিয়র্জ: ম্যাচ-৪, জয়-২, হার-২, পয়েন্ট-৪ (নেট রান-রেট: +০.০১৫), ৪. গুজরাট জায়ান্টস: ম্যাচ-৪, জয়-১, হার-৩, পয়েন্ট-২ (নেট রান-রেট: -৩.৩৯৭), ৫. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-৪, জয়-০, হার-৪, পয়েন্ট-০ (নেট রান-রেট: -২.৬৪৮)।
advertisement
advertisement
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ এক একটি দল ৮টি করে মোট ম্যাচ পাবে। দ্বিতীয় লেগের শেষে যে দল পয়েন্ট টেবিের শীর্ষে থাকবে সেই দল সরাসরি ফাইনালে চলে যাবে। অপরদিকে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল একে অপররের মুখোমুখি হবে এলিমিনেটরে। যে জিতবে সে ফাইনালে পৌছে যাবে। ২৬ মার্চ হবে প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 8:11 AM IST