WPL 2023: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের, ৬০ রানে ম্যাচ হারল আরসিবি

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল দিল্লি ক্যাপিটালস। টস হেরে প্রথমে ব্যাট করে দিল্লি করে ২২৩ রান। জবাবে ১৬৩ রানে শেষ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। ৬০ রানে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস।

উইমেন্স প্রিমিয়ার লিগ
উইমেন্স প্রিমিয়ার লিগ
মুম্বই: আরসিবির বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। ব্যাটে বলে সব বিভাগেই স্মৃতি মন্ধনার দলকে মাত দিলেন মেগ ল্যানিংয়ের দল। ৬০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতল দিল্লি। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রান করল দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেন শেফালি ভার্মা। এছাড়াও ৭২ রান করেন অধিনায়ক মেগ ল্যানিং, ৩৯ করেন মারিজ্যান কাপ ও জেমাইমা রড্রিগেজ করেন ২২ রান। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান করে আরসিবি। সর্বোচ্চ ৩৫ রান করেন স্মৃতি মন্ধনা। আরসিবির হয়ে ৫ উইকেট নেন তারা নরিস।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারকাটারি ব্যাটিং করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন দুজন। মহিলা আইপিএলের প্রথম শতরানের পার্টনারশিপও করেন দুজনে। পূরণ করেন নিজেদের অর্ধশতরানও। দিল্লির দুই ওফেনারের ঝড়ো ব্যাটিংয়ের কোনও জবাব ছিল না আরসিবি বোলাদের। ১৫০ রানের রেকর্ড পার্টনারশিপও গড়ে ফেলেন শেফালি ভার্মা ও মেগ ল্যানিং। শেষ পর্যন্ত ১৬২ রান প্রথম উইকেট পড়ে দিল্লির। হেদার নাইটের বলে ব্যক্তিগত ৪৩ বলে ৭২ রান করে আউট হন মেগ ল্যানিং।
advertisement
জুটি ভাঙতেই সাজঘরে ফেরেন শেফালি ভার্মাও। একই ওভারে তিনিও হেদার নাইটের শিকার হন। ১৬৩ রানের দ্বিতীয় উইকেট পড়ে। ৪৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ব্যাটিং করে আউট হন শেফালি। পরপর দুটি উইকেট হারালেও রানের গতিবেগ কমেনি দিল্লি ক্যাপিটালসের। মারিজ্যান কাপ ও জেমাইমা রড্রিগেজ মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। বিশেষ করে কাপ প্রথম থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন। তাকে সঙ্গ দেন জেমাইমা। তাদের ব্যাটেই ২০০ পেরোয় দিল্লি। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন কাপ ও জেমাইমা। শেষ পর্যন্ত ২২৩ রান করে দিল্লি। ৩৯ রানে কাপ ও ২২ রানে জেমাইমা অপরাজিত থাকেন। আরসিবির টার্গেট ২২৪।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল আরসিবি দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। ওভার পিছু ১০ রানের গতিতেই এগোচ্ছিল আরসিবি। প্রথম উইকেটে ৪১ রানের পার্টনারশিপ করেন স্মৃতি ও সোফি। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই খেই হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একটা সময় একশো রানের আগেই ৭ উইকেট হারিয়ে বসে স্মৃতি মন্ধনার দল। লজ্জার হারের ভ্রুকুটি দেখছিল আরসিবি।
advertisement
সেখান থেকে হেদার নাইট ও মেগান স্কাট কিছুটা লড়াই করেন। অর্ধশতরানের পার্টনারশিপ করেন। সম্মানজনক জায়গায় নিয়ে যায় দলকে। হেদার নাইট ও মেগান স্কাট জুটিতে ৫৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান করে আরসিবি। ৬০ রানের ম্যাচ জেতে দিল্লি। স্মৃতি মন্ধনার ৩৫ রান ছাড়া ৩৪ রান করেন হেদার নাইট, ৩১ রান করেন এলিস পেরি, ৩০ রান করেন মেগান স্কাট। আরসিবির হয়ে তারা নরিসের ৫ উইকেট ছাড়াও ২টি উইকেট নেন অ্যালাইস ক্যাপসে, ১টি উইকেট নেন শিখা পাণ্ডে।
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের, ৬০ রানে ম্যাচ হারল আরসিবি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement