মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠার মেগা ফাইট। প্লে অফে মুখোমুখি লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ও তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্স। যেই দল আজ জিতবে ২৬ তারিখ তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের দুবারের সাক্ষাতে একবার করে জিতেছে হরমনপ্রীত কউর ও অ্যালিসা হেলির দল। আজ ফাইনালের টিকিট পাকা করতে বদ্ধপরিকর দুই দল।
বড় ম্যাচে টস ভাগ্য সাথ দিয়েছে ইউপি ওয়ারিয়র্সের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অ্যালিসা হেলি। প্রতিযোগিতায় সবথেকে সফল ইউপির মিডল অর্ডার। রান তাড়া করার ট্র্যাক রেকর্ডও ভালো। তাই টস জিতে আগে বোলিং করে নেওয়াটাকেই সঠিক বলে মনে করেছেন হেলি। গ্রেস হ্যারিস শেষ ম্যাচে খেলেননি। এই ম্যাচে তিনি দলে ফেরায় ইউপির ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। অপরজিকে, টস হারা-জেতাকে প্রথম থেকেই খুব একটা গুরুত্ব দেননি হরমনপ্রীত কউর। আগে হোক বা পড়ে ব্যাটে-বলে সেরাটা দেওয়াই তাঁর দলের লক্ষ্য।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, পুজা বস্ত্রকর, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ইশাক।
আরও পড়ুনঃ Lionel Messi: মেসির মুকুটে নতুন পালক, পানামার বিরুদ্ধে গোল করে গড়লেন নয়া নজির
ইউপি ওয়ারিয়র্সের একাদশ: অ্যালিসা হেলি, শ্বেতা শেরাওয়াত, কিরণ নাভগির, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, সোফি এক্লিস্টোন, গ্রেস হ্যারিস, পার্শভী চোপড়া, রাজেশ্বরী গায়কোয়াড়, অঞ্জলি শর্বানি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mumbai Indians, Wpl 2023