WPL 2023: জেমাইমা মনে করালেন জন্টিকে, দিল্লি তারকার অবিশ্বাস্য ক্যাচের ভিডিও ভাইরাল

Last Updated:

WPL 2023: প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সকে দুরমুশ করল রাজধানীর দল। একই সঙ্গে পরপর দুটি ম্যাচ হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারাল হরমনপ্রীত কউরের দল। ম্যাচে ভাইরাল জেমাইমার ক্যাচ।

জেমাইমার দুরন্ত ক্যাচ
জেমাইমার দুরন্ত ক্যাচ
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে কখনও মাঠে খেলা চলাকালীন ভাংড়া নেচে ভাইরাল হয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার জেমাইমা রড্রিগেজ। কখনও আবার মাঠের বাইরে 'চিকনি চামেলি' গানে উদ্দাম নেচে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন জেমাইমা। গিটার হাতে তার গানও একাধিক মন জিতে নিয়েছে নেটিজেনদের। এবার আরও একবার ভাইরাল জেমাইমা রড্রিগেজ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বাজপাখির মত জেমাইমার উড়ন্ত ক্যাচ অবাক করেছে সকলকে।
সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। সেই ম্যাচে সহজেই মুম্বইকে ৯ উইকেটে হারিয়েছে দিল্লি। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। মুম্বই ব্যাটিং করার সময় চতুর্থ ওভারের তৃতীয় বল। বোলিং করছেন শিখা পাণ্ডে। শিখার বল মিড অনের উপর দিয়ে ক্লিয়াক করতে যান হেউলি ম্যাথিউজ। সঠিক টাইম না হওয়ায় মিড অন ও মিড উইকেটের মাঝ দিয়ে বল প্রায় বেরিয়ে যাচ্ছিল। সেই সময় দৌড়ে গিয়ে ডান দিকে শূন্যে বডি ছুঁড়ে দিয়ে মাটি স্পর্শ কারর একটি আদে ছোঁ মেরে বল তালুবন্দি করে নেন। জেমামাই অবিশ্বাস্য ক্যাচ দেখে হতবাক হয়ে যান সতীর্থ থেকে মুম্বই ক্রিকেটাররা। জেমাইমার ক্যাচের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
advertisement
advertisement
প্রসঙ্গত, টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কোনও মতে ১০৯ রান করে মুম্বই। পুজা বস্ত্রকর ২৬, হরমনপ্রীত কউর ২৩, ইজি ওঙ্গ ২৩, অমনজিৎ কউর ১৯ রানের ইনিংস না খেললে ১০৯ রানও হত না মুম্বইয়ের। দিল্লির হয়ে এদিন ২টি করে উইকেট নেন মারিজ্যান কাপ, শিখা পাণ্ডে ও জেস জনাসন।
advertisement
১১০ রানের টার্গেট তাড়া করতে নেমে বিধ্বংসী শুরু করেন দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং ও শেফাবি বর্মা। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা। ৪ ওভারের মধ্যেই অর্ধশতরানের পার্টবারশিপ পূরণ করে তারা। দলের ৫৬ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। ১৫ বলে ৩৩ করে আউট হন শেফালি বর্মা। এরপর অ্যালাই ক্যাপসে ও মেগ ল্যানিং বিদ্ধংসী ব্যাটিং জারি রাখেন। তারাও অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। শেষ পর্যন্ত ৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় দিল্লি। ক্যাপসে ৩৮ রানে ও ল্যানিং ৩২ রানে অপরাজিত থাকেন।
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: জেমাইমা মনে করালেন জন্টিকে, দিল্লি তারকার অবিশ্বাস্য ক্যাচের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement