WPL 2023 Final: ফাইনালে মাঠে 'ক্রিকেট ঈশ্বর', ব্রাবোন মুখরিত হল সচিন সচিন ধ্বনিতে

Last Updated:

WPL 2023 Final: ব্রাবোন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস বনাম দিল্লি ক্যাপিটালস ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর।

মুম্বই: ব্রাবোন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল। ভারতীয় মহিল ক্রিকেটের এমন ঐতিহাসিক মুহূর্তে ঘরের ছেলেরা মাঠে উপস্থিত থাকবেন না তা আবার হয় নাকি। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস বনাম দিল্লি ক্যাপিটালস ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর ও বর্তমানে ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্স পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা। মাঠে বসে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করলেন দুই তারকা।
ম্যাচের প্রথম ইনিংসে যখন দিল্লি ক্যাপিটালস চতুর্থ ওভারে ব্যাটিং করছেন তখন ক্যামেরার নজরে পড়েন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সাদা শার্ট পড়ে ভিআইপি বক্সে কথা বলছেন সচিন। সচিনকে স্ক্রিনে দেখতে পেয়েই মেয়েদের ফাইনালে সেই চেনা সচিন সচিন ধ্বনি। পুরো ব্রাবোন স্টেডিয়াম জুড়ে তখন একটাই নাম। নিজের নামের ধ্বনি শুনে মুখে হাল্কা হাসিও দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিকের।
advertisement
advertisement
অপরদিকে, ৩১ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েদের দলের ফাইনাল দেখতে উপস্থিত ছিল পুরুষ দলও। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটারদেরও দেখা যায় মাঠে। প্রিয় তারকাদের স্ক্রিনে দেখতে পেয়ে দর্শকরা চিৎকারও করে। খেলা দেখার পাশাপাশি রোহিতদের খোশ মেজাজে গল্প করতেও দেখা যায়। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ফাইনাল শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফ থেকে মহিলা দলকে শুভেচ্ছা জানানোর ভিডিও শেয়ার করা হয়। মুম্বই ইন্ডিয়ান্সের ভিডিও বার্তায় রোহিত শর্মা বলেন,"গত চার সপ্তাহ ধরে যে ক্রিকেট তোমরা খেলেছো তা অসাধরণ। ফাইনালের জন্য শুভকামনা। আমরা তোমাদের হয়ে গলা ফাটাব।" এছাড়া ভিডিওতে সূর্যকুমার যাদব থেকে টিম ডেভিড সকলেই শুভেচ্ছা জানান হরমনপ্রীত কউরের দলকে।
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023 Final: ফাইনালে মাঠে 'ক্রিকেট ঈশ্বর', ব্রাবোন মুখরিত হল সচিন সচিন ধ্বনিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement