WPL 2023 Final: হ্যাটট্রিকের পর ফের কামাল, ৩ ফুলটসে ৩ উইকেট নিলেন ইসি ওঙ্গ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WPL 2023 Final: প্লে অফে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক কে ইতিহাসের পাতায় নাম তুলেছেন ইজি ওঙ্গ। এবার ফাইনালে ৩টি ফুলটসে ৩টি উইকেট নিলেন ওঙ্গ।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ছিল ক্রিকেট প্রেমিরা। মুম্বই ও দিল্লি দলের ব্যাটিং লাইনআপ এতটাই শক্তিশালী যে তা রোখার জন্য উভয় দলের বোলিং ইউনিটকে অনেকটাই হোমওয়ার্ক করতে হয়েছে। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। কিন্তু যে বলে সবথেকে বেশি রান তোলা যায় সেই ফুলটস বলই যে দিল্লির ব্যাটিং লাইনআপকে জোর ধাক্কা দেবে তা কল্পনাও করতে পারেনি তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু সেটাই করে দেখালেন মুম্বই ইন্ডিয়ান্সের ইজি ওঙ্গ।
.@mipaltan couldn't have asked for a better start in the #Final 👌👌#DC lose Shafali Verma & Alice Capsey in a single over 😲
Follow the match ▶️ https://t.co/N0U4wKUU0z#TATAWPLFINAL | #DCvMI pic.twitter.com/xP43xRpQvG — Women's Premier League (WPL) (@wplt20) March 26, 2023
advertisement
advertisement
প্লে অফে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক কে ইতিহাসের পাতায় নাম তুলেছেন ইজি ওঙ্গ। ফাইনালে ইজি ওঙ্গের স্লো ইয়র্কার, বলের পেস পরিবর্তন নিয়ে কাজ করেছিল দিল্লির ব্যাটাররা। কিন্তু ফাইনালে ফুলটস বলেই কামাল করে দেখালেন ইজি ওঙ্গ। দ্বিতীয় ওভারে ইজি ওঙ্গের প্রথম দুটি বলে একটি ছক্কা ও একটি চার মারেন শেফালি বর্মা। তৃতীয় বল স্লোয়ার দিতে গিয়ে রিলিজে ভুল হওয়ায় ফুলটস পড়ে যায়। সেই বল হিট করতে গিয়ে মিস টাইমিং করেন শেফালি। বল হাই হয়ে যায় ক্যাচ ধরেন অ্যামেলিয়া কের। তবে কোমড়ের উপরের ফুলটস কিনা তার জন্য আম্পায়ারের কাছে নো বল দেখার জন্য আবেদন জন। কিন্তু আম্পায়র দেখে সেই আবেদন নাকোচ করে আউট দেন।
advertisement
6⃣,4⃣ and OUT!
Talk about a dramatic start in the #Final 🔥🔥 Follow the match ▶️ https://t.co/N0U4wKUU0z#TATAWPL | #DCvMI pic.twitter.com/iMLHWvmJMW — Women's Premier League (WPL) (@wplt20) March 26, 2023
advertisement
এরপর ক্রিজে আসেন অ্যালাইস ক্যাপসে। প্রথম বল ডিফেন্স করেন তিনি। পঞ্চম বলে ফের ফুলটস পড়ে যায় ইজি ওঙ্গের। আর তা টাইম করতে না পেরে ক্যাচ দিয়ে বসেন ক্যাপসে। সামনে ড্রাইভ করে দুরন্ত ক্যাচ ধরেন আমনজিৎ কউর। পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন ইতি ওঙ্গ। তার আগে দুটি চার মারে ভালো শুরু করেছিলেন জেমাইমা রড্রিগেজ। ওভারের দ্বিতীয় বলে অফ স্টাম্পের নিজের তৃতীয় ফুলটস করেন ইজি ওঙ্গ। আর সেই বল সোজা পয়েন্টের হাতে জমা করে দেন জেমাইমা। গত ম্যাচে হ্যাটট্রিকের পর ফািনাসে তিন ফুলটসে ৩ উইকেট নিয়ে সক ের নজর কেড়ে নেন ইজি ওঙ্গ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2023 8:26 PM IST