WPL 2023 Final: দিল্লির মান বাঁচাল শিখা ও রাধা, ট্রফি জিততে মুম্বইয়ের সামনে টার্গেট ১৩২

Last Updated:

WPL 2023 Final: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের প্রথম ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাকের সামনে বড় স্কোর করতে পারল না দিল্লি ক্যাপিটালস। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করল দিল্লি।

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের প্রথম ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাকের সামনে বড় স্কোর করতে পারল না দিল্লি ক্যাপিটালস। ইজি ওঙ্গ, হেইলি ম্যাথিউজ ও অ্যামেলিয়া কেরদের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে দিল্লি তারকাখোচিত ব্যাটিং লাইনের টপ অর্ডার। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক। কিন্তু সেই সিদ্ধান্তই বুমেরাং হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন মেগ ল্যানিং। এছাড়া শেষের দিকে রাধা যাদব ও শিখা পাণ্ডে দুজনেই ২৭ করে রান করেন। শেষ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ করে দিল্লির মান বাঁচান রাধা ও শিখা। ১৩১ রানে পৌছায় দিল্লি। মুম্বইয়ের হয়ে ৩টি করে উইকেট নেন হেইলি ম্যাথিউজ ও ইজি ওঙ্গ। এছাড়া ২টি উইকেট নেন অ্যামেলিয়া কের।
ফাইনালের ম্যাচে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়া যায় দিল্লি ক্যাপিটালস। ভাগ্যও এদিন একেবারেই সাথ দেয়নি দিল্লির। উল্টে ফাইনালে প্রথম ইনিংসে মুম্বই বোলাররা যাই করেছে তাই সঠিক হয়েছে। তার জ্বলজ্যান্ত উদাহরণ হল ইজি ওঙ্গের তিনটি ফুলটস ফুলটস দিল্লির তিন তারকা ক্রিকেটারের সাজঘরে ফেরত চলে যাওয়া। যে বল সবথেকে বেশি স্কোরিং শট নেওয়া যায় সেই ফুলটস বলই এদিন জোর ধাক্কা দেয় দিল্লিকে। প্লে অফে হ্যাটট্রিকের পর এদিন তিনটি ফুলটসে উইকেট তুলে নেন শেফালি বর্মা, অ্যালাই, ক্যাপসে ও জেমাইমা রড্রিগেজ।
advertisement
advertisement
একদিক থেকে যখন একের পর এক উইকেট হারাচ্ছিল দিল্লি। তখন অপরদিকে, একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। তাকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন মারিজ্যান কাপ। দুজন মিলে ৩৮ রানের পার্টনারশিপ করেন। ১৮ রান করেন কাপ। এই জুটি ভাঙতেই সাজঘরে ফেরেন মেগ ল্যানিংও। ৩৫ রান করেন তিনি। হেইলি ম্যাথিউজের স্পিনের ভেলকিতে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল দিল্লি। শেষ উইকেট দিল্লি মান বাঁচান শিখা পাণ্ডে ও রাধা যাদব। দুজন মিলে ঝড়ো ব্যাটিং করেন। একের পর এক মারকাটারি শট খেলে ৫২ রানের পার্টনারশিপ করেন। ১৭ বলে ২৭ রান করে শিখা পাণ্ডে ও ১২ বলে ২৭ রান করে রাধা যাদব অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করল দিল্লি ক্যাপিটালস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023 Final: দিল্লির মান বাঁচাল শিখা ও রাধা, ট্রফি জিততে মুম্বইয়ের সামনে টার্গেট ১৩২
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement