মুম্বই: লিগ টেবিলের চ্যাম্পিয়ন হয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে সরাসরি ফাইনালের টিকিট পাকা করল দিল্লি ক্যাপিটালস। সোমবার মুম্বইকে হারিয়েই লিগ শীর্ষে উঠেছিল মেগ ল্যানিংয়ের দল। এদিন দুপুরের খেলায় আরসিবিকে হারিয়ে ফের কয়েক ঘণ্টার জন্য পয়লা নম্বরে উঠেছিল হরমনপ্রীত কউরের দল। তবে রাতের খেলায় ইউপি ওয়ারিয়র্সকে হারাতে পারলেই টেবিল টপার হওয়াটা পাকা ছিল দিল্লি ক্যাপিটালসের। ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ইউপিকে ৫ উইকেট হারিয়ে শীর্ষে থেকে ফাইনালে পৌছে গেল দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে অফে পৌছল মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স।
এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। খুব ভালো ব্যাটিং পারফরম্যান্স হয়নি ইউপির। দুরন্ত ফর্মে থাকা তাহিলা ম্যাকগ্রার ৫৮ রানের ইনিংস ও অধিনায়ক অ্যালিসা হেলর ৩৬ রানের ইনিংস ছাড়া কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। শ্বেতা শেরাওয়তের ১৯ ও সিমরান শেইখের ১১ রান বাদে কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান করে ইউপিওয়ারিয়র্স। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩ট উইকেট নেন অ্যালাইস ক্যাপসে।
𝐈𝐧𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐅𝐢𝐧𝐚𝐥!@DelhiCapitals win their final league stage game by 5️⃣ wickets & 13 balls to spare to mark their entry to the #TATAWPL FINAL 🙌🏻🙌🏻 Scorecard ▶️ https://t.co/r4rFmhENd7#TATAWPL | #UPWvDC pic.twitter.com/4BwnCeSnbO
— Women's Premier League (WPL) (@wplt20) March 21, 2023
রান তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার অধিনায়ক মেগ ল্যানিং ও শেফালি বর্মা। একের পর এক মারকাটারি শট খেলে ৪ ওভারের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন। কিন্তু এরপর ৭০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। মেগ ল্যানিং ৩৯ ও শেফালি বর্মা ২১ রান করে সাজঘরে ফেরেন। এদিন রান পাননি জেমাইমা রড্রিগেজ। তিনি ৩ রান করে আউট হব। পরপর ৩টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল দিল্লি।
আরও পড়ুনঃ Viral News: গোলকিপারের স্ত্রী-র সঙ্গে মিলন স্ট্রাইকারের! হাতেনাতে পড়েছিলেন ধরা, তারপর কী হয়েছিল
এরপর দলের ইনিংসের রাশ ধরেন মেরিজ্যান কাপ ও অ্যালাইস ক্যাপসে। দুজন মিলে ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে জয়ের দোরগোরায় নিয়ে যান। অর্ধশতরানের পার্টনারশিপ করেন। ১৩০ রানে চতুর্থ উইকেট পড়ে। ৩৪ রান করে আউট হন ক্যাপসে। এরপর ক্রিজে এসে খাতা না খুলেই রান আউট হন জেস জনাসেন। তবে তাতে কোনও সমস্যা হয়নি। মেরিজ্যান কাপ ১৩ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। ২৬ মার্চ ফাইনালে মুম্বই ও ইউপির মধ্যে প্লে অফে জয়ীর মুখোমুখি হবে দিল্লি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Capitals, Wpl 2023