WPL 2023: লওরা ও গার্ডনারের অর্ধশতরান, দিল্লি ক্যাপিটালসকে ১৪৮ রানের টার্গেট দিল গুজরাট জায়ান্টস

Last Updated:

WPL 2023: দিল্লির বিরুদ্ধে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করল গুজরাট। দলের হয়ে জোড়া অর্ধশতরান করলেন লওরা উলভার্ট (৫৭) ও অ্যাশলে গার্ডনার (৫১)। দিল্লি হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জেস জনাসেন।

মুম্বই: দুরন্ত ছন্দে থাকা দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও খুব বড় স্কোর করতে পারল না গুজরাট জায়ান্টস। উইকেট বেশি না পড়লেও স্লো ব্যাটিং কাল হল স্নেহ রানার দলের। অপরদিকে, ফের বোলিংয়ে আঁটোসাটো পারফর্ম করল মেগ ল্যানিংয়ের দিল্লি। ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করল গুজরাট। দলের হয়ে জোড়া অর্ধশতরান করলেন লওরা উলভার্ট (৫৭) ও অ্যাশলে গার্ডনার (৫১)। দিল্লি হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জেস জনাসেন।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাট জায়ান্টসের। ৪ রানে প্রথম উইকেট পড়ে। ব্যাক্তিগত ৪ রান করে মারিজেন কাপের বলে আউট হব সোফিয়া ডাঙ্কলে। এরপর গুজরাটের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান লওরা উলভার্ট ও হারলিন দেওল। দুজন মিলে ঠান্ডা মাথায় ব্যাট করেন। একটু ধীর গতিতে হলেও দ্বিতীয় উইকেটে ৪৭ রানের পার্টনারশিপ করেন। বেশ কয়েকটি অনবদ্য শট খলেন দুজন। ৫৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে গুজরাটের। ৩১ রান করে জেস জনাসনের বলে আউট হন হারলিন দেওল।
advertisement
advertisement
এরপর জায়ান্টসের ইনিংসের রাশ ধরেন লওরা উলভার্ট ও অ্যাশলে গার্ডনার। দুই তারকা ব্যাটার মিলে রনের গতিবেগও বাড়ান। নিজের অর্ধশতরান পূরণ করেন লওরা। অপরদিকে মারকাটারি ব্যাটিং করেন জনাসেন। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। জুটিতে ৮১ রান যোগ করার পর আউট হন লওরা। ৫৭ রান করেন তিনি। ১৩৪ রানে তৃতীয় উইকেট পড়ে। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান গার্ডনার। অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ বলে ব্যক্তিগত ১ রানে আউট হন দয়ালান হেমলতা। ৫১ রানে অপরাজিত থাকেন গার্ডনার। দিল্লির টার্গেট ১৪৮ রান।
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: লওরা ও গার্ডনারের অর্ধশতরান, দিল্লি ক্যাপিটালসকে ১৪৮ রানের টার্গেট দিল গুজরাট জায়ান্টস
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement