অনুমতি দেয়নি বিসিসিআই, যাদবপুরে বিশেষ সমাবর্তনে আসছেন না হরমনপ্রীত কউর

Last Updated:

Jadavpur University: আগামী ২৪ ডিসেম্বর নির্ধারিত সমাবর্তনে বিশেষ সম্মান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও, ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর উপস্থিত থাকতে পারবেন না বলে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন।

News18
News18
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠান ঘিরে নতুন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর নির্ধারিত সমাবর্তনে বিশেষ সম্মান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলেও, ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর উপস্থিত থাকতে পারবেন না বলে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন। বিসিসিআই থেকে অনুমতি না পাওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। এর জেরেই সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একটি অনলাইন এগ্‌জ়িকিউটিভ কাউন্সিল বৈঠক ডাকেছেন।
ক্রিকেট বিশ্বকাপজয়ী দলকে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে হরমনপ্রীতকে ডি লিট সম্মানে ভূষিত করার প্রস্তাব পাস করেছিল বিশ্ববিদ্যালয়। আচার্য ও রাজ্যপাল সিভি আনন্দ বোসও এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফোন ও ই-মেল করে যোগাযোগ করা হলেও হরমনপ্রীত জানিয়ে দেন, বোর্ডের অনুমতি না মেলায় তিনি উপস্থিত থাকতে পারবেন না। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “হরমন আগ্রহী ছিলেন, কিন্তু বিসিসিআই-এর অনুমতি না পাওয়ায় ডি লিট নিতে আসছেন না তিনি।”
advertisement
এদিকে, প্রধান অতিথি হিসেবেও পরিবর্তন আসতে চলেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বর্তমানে দেশে না থাকায় সমাবর্তনে যোগ দিতে পারবেন না। ফলে অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন তালিকা চূড়ান্ত করা জরুরি হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর চেয়ারম্যান টিজি সীতারামের নাম প্রধান অতিথি হিসেবে প্রস্তাবিত হতে পারে।
advertisement
advertisement
গত নভেম্বরে প্রস্তুত করা মূল তালিকায় প্রধান অতিথি হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথের নাম ছিল। বিশেষ অতিথির প্যানেলে ছিলেন ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও শিবকুমার কল্যাণরামন এবং আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। নতুন পরিস্থিতিতে সোমবারের ইসি বৈঠকেই সমাবর্তনের চূড়ান্ত অতিথি তালিকা নির্ধারিত হবে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অনুমতি দেয়নি বিসিসিআই, যাদবপুরে বিশেষ সমাবর্তনে আসছেন না হরমনপ্রীত কউর
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন
জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে ! সব জেলাতেই কুয়াশা, কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ?
  • জাঁকিয়ে শীতের দেখা নেই রাজ্যে !

  • সব জেলাতেই কুয়াশা,

  • কবে থেকে আরও নামতে পারে তাপমাত্রা ? জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement