কপিল দেবের অপহরণ! ভয় ধরানো ভিডিও শেয়ার গম্ভীরের, হইচই পড়ে গেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kapil Dev: কপিল দেব কি শেষমেষ কিডন্যাপড হলেন?
কলকাতা: কপিল দেবকে ভারতের সেরা ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হয়। তাঁর নেতৃত্বেই ভারতীয় দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এবার তাঁকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর সেই ভিডিও শেয়ার করেছেন। কপিল দেবের সেই ভিডিও দেখে অনেকেই আঁতকে উঠেছেন। তার পর আসল ঘটনার কথা জেনে সবাই হাঁফ ছেড়ে বেঁচেছেন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাত বেঁধে এবং মুখে কাপড় দিয়ে কপিল দেবকে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। কপিল দেব হঠাৎ ফিরে তাকান। তখনই অনেকে ভেবে বসেন, কপিল দেব অপহৃত হয়েছেন। বিষয়টি শেয়ার করেছেন গৌতম গম্ভীর। তিনি কপিল দেবকে ট্যাগ করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- Asian Games 2023: ফের রুপো জয় ভারতের, সেলিংয়ে পদক নেহা ঠাকুরের
ওই ভিডিওটি শেয়ার করার সময় গৌতম গম্ভীর লিখেছেন, ‘আর কেউ কি এই ভিডিও ক্লিপ পেয়েছেন? আমি আশা করি এটি আসলে কপিল দেব নন! আশা করি, কপিল পাজি ভাল আছেন। উত্তরে কপিল কিছুই লেখেননি।নিজের সম্পর্কে কোনো আপডেট দেননি।
advertisement
গৌতম গম্ভীর যেভাবে এই ভিডিওটি শেয়ার করেছেন তাতে কেউ কেউ চিন্তিত হতে শুরু করেছেন। তবে, অনেকে সেই টুইটের উত্তর দিয়েছেন। আসলে সেটি একটি বিজ্ঞাপনের অংশ। একজন লিখেছেন- কিংবদন্তিদের সম্মান করা উচিত।
Anyone else received this clip, too? Hope it’s not actually @therealkapildev and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023
advertisement
আরও পড়ুন- কলকাতা লিগে ভাঙাচোরা খিদিরপুরকে হারিয়ে খেতাব দৌড়ে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল
কপিল দেব একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। তবে কোন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে তিনি ব্যস্ত তা জানা যায়নি। ১৯৮৩ সালে প্রথমবার ভারতীয় দল ওডিআই বিশ্বকাপ জিতেছিল। সেই দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। শুধু দেশেই নয়, বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যেও তাঁকে গণ্য করা হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 26, 2023 2:16 PM IST