বিশ্বকাপ ট্রফিতে পা তুলে ছবি! ভারতে আর খেলতে পারবেন না মার্শ! থানা-পুলিশ হয়ে গেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mitchell Marsh: যে কাপ জিততে সারা দুনিয়া লড়ছে, সেটার উপর পা রাখলেন মিচেল মার্শ!
কলকাতা: ভারতীয় দলকে হারিয়ে অস্ট্রেলিয়া এবার একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তবে তার পরই সংবাদ শিরোনামে উঠে আসেন মিচেল মার্শ।
বিয়ারের বোতল হাতে বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে উদযাপন করেছিলেন মার্শ। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে।
আরও পড়ুন- জেলের হাওয়া খাবেন নাকি, শ্রীসন্থ ফের খারাপ ফেঁসেছেন, জানুন পুরো মামলা
ভারতীয় সমর্থকরা বিশ্বজয়ের স্বপ্নভঙ্গে কষ্ট পেয়েছেন এমনিতেই। তার উপর মার্শের এমন ভঙ্গিতে পোজ দিয়ে ছবি আগুনে ঘি ঢেলেছে। অনেকের মতে, তিনি যা করেছেন তাতে ১৪০ কোটি ভারতীয়র অপমান হয়েছে। তিনি এফআইআরের একটি কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠিয়েছেন।
advertisement
advertisement
পন্ডিত কেশব নামের এক ভারতীয় অ্যাক্টিভিস্ট এবার মার্শের নামে এফআইআর করেছেন। উত্তরপ্রদেশের আলিগড়ের এই আরটিআই অ্যাক্টিভিস্ট দাবি করেছেন, মার্শকে যেন আর কখনও ভারতে কোনও ম্যাচ খেলতে দেওয়া না হয়! মার্শ কোটি কোটি ভারতীয়কে অপমান করেছেন।
অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া নেই। মার্শ নিজেও মুখ খোলেননি। তবে ক্রীড়াপ্রেমীদের একাংশের বক্তব্য, অতীতে বিশ্বের অনেক তাবড়-তাবড় ক্রীড়াবিদ এভাবে ট্রফির ওপর পা রেখেছেন।
advertisement
আরও পড়ুন- অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? ভারতীয় ক্রিকেটে যুগ পরিবর্তন! শুরু জোর জল্পনা
ভারতের মাটিতে ফেভারিট ছিল ভারতীয় দল। সেই দলকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ট্রফি নিয়ে ব্যাপক হুল্লোড় চলে অজি ড্রেসিংরুমে। দলের সবাই আনন্দে মেতে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে তাদের একাধিক ছবি। তবে সব ছাপিয়ে বিতর্ক হচ্ছে মার্শের পায়ের নিচে রাখা বিশ্বকাপ ট্রফির ছবিটি ঘিরেই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 4:34 PM IST