Sreesanth: জেলের হাওয়া খাবেন নাকি, শ্রীসন্থ ফের খারাপ ফেঁসেছেন, জানুন পুরো মামলা

Last Updated:

Sreesanth: ধোঁকাবাজির অভিযোগ, জেলের ঘানি টানবেন নাকি

ফের বিপাকে শ্রীসন্থ - Photo- File
ফের বিপাকে শ্রীসন্থ - Photo- File
নয়াদিল্লি: শ্রীসান্থ বললেই প্রথমেই যে শব্দটি মনে আসে সেটি হল বিতর্ক৷ একাধিক ঘটনায় তিনি বারেবারে  বিতর্কেস জড়িয়েছেন৷ স্পট ফিক্সিংয়ের অভিযোহে তিনি বহু বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন৷ এটা ছাড়াও রয়েছে আইপিএলে হরভজন সিংকে চড় থাপ্পড়ের ঘটনা৷ মাঠের মধ্যেই হাউহাউ করে কান্না৷ এবার ফের একবার ফাঁসলেন শ্রীসন্থ৷ নতুন অভিযোগে বিদ্ধ প্রাক্তন এই পেসার৷
আরও একবার বিপাকে পড়েছেন শ্রীসন্থ আরও একবার বিপাকে পড়েছেন শ্রীসন্থ
advertisement
তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন কেরলের সরিশ গোপালান নামে এক যুবক। বিষয়টি হল কেরলের কন্নুর জেলার বাসিন্দা সরিশ গোপালান এবং শ্রীসন্থ এবং আরও দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সরিশ বলেছেন যে ২০১৯ এ রাজীব কুমার এবং ভেঙ্কটেশ কিনি একটি স্পোর্টস অ্যাকাডেমি তৈরি করার পরিকল্পনা নিয়ে তাঁর কাছে এসেছিলেন৷ এই প্রস্তাব দেখিয়ে তাঁরা সরিশের থেকে ১৮.৭০ লক্ষ টাকা নিয়েছিলেন৷ তাঁকে বলা হয়েছিল এটি তাঁর বিনিয়োগ৷
advertisement
কল্লুরে এই অ্যাকাডেমি তৈরি হওয়ার কথা ছিল। রাজীব এবং ভেঙ্কটেশ সরিশকে বলেছিলেন যে শ্রীসন্থ তাঁদের তৃতীয় অংশীদার হবেন। এদিকে  শ্রীসন্থের দাবি অনুযায়ী এই ধরণের কোনও প্রজেক্টে, কোনও আর্থিক লেনদেন বা অন্য কোনও কাজের সঙ্গে  তাঁর কোনও যোগাযোগ নেই৷
সরিশ বলেছেন যে শ্রীসন্থের নাম আসার পরেই তিনি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখনও কোনও অ্যাকাডেমি তৈরি হয়নি। সরিশের টাকাও ফেরত দেওয়া হয়নি। সরিশের এই বক্তব্যের পর কেরল পুলিশ ভেঙ্কটেশ, রাজীব এবং শ্রীসন্থ তিনজনের বিরুদ্ধেই মামলা রুজু করেছে।
advertisement
শ্রীসন্থ নিজের যোগ অস্বীকার করলেও পুলিশ এই মামলায় তৃতীয় আসামি হিসেবে তাঁকে বিবেচনা করেছ। তবে এখনও কিছুই পরিষ্কার নয়। এই মামলার আসামি নাকি শ্রীসান্থ! পুলিশ জানিয়েছে  তদন্তের পরেই পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। শ্রীসন্থ এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে আইপিসির ৪০২ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
স্পট ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার হন
advertisement
আইপিএল ২০১৩- একেবারে তোলপাড় হয়ে  গিয়েছিল যখন  শ্রীসন্থ  স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল৷  সেই মরশুমে তিনি  রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতেন। রাজস্থানের অজিত চান্দেলা ও অঙ্কিত  চৌহান এই মামলায় জড়ানো হয়েছে। শ্রীসন্থ আজীবনের জন্য নির্বাসিত করেছিল বিসিসিআই। দীর্ঘ শুনানির পর দিল্লি হাইকোর্ট শ্রীসন্থকে অভিযোগ থেকে মুক্তি দেয়। আদালতের এই রায়ের পরেও বিসিসিআই শ্রীসন্থের ওপর থেকে নির্বাসন তুলে নেয়৷  নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর, কেরলের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এই পেসার৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sreesanth: জেলের হাওয়া খাবেন নাকি, শ্রীসন্থ ফের খারাপ ফেঁসেছেন, জানুন পুরো মামলা
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement