World Cup Final: বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি... না হলে টিকিট থাকলেও মিলবে না প্রবেশের অনুমতি

Last Updated:

গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। ফলে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় জমাবেন। তাই সেখানে কড়াকড়িও জোরদার।

আগামিকাল অর্থাৎ ১৯ নভেম্বর, ২০২৩ তারিখে বিশ্বকাপ ফাইনাল। বাইশ গজের এই মহারণে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। ফলে বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় জমাবেন। তাই সেখানে কড়াকড়িও জোরদার। মাঠে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ। এর ফলে অতিরিক্ত লাগেজ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। এই সংক্রান্ত একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। জেনে নেওয়া যাক, মাঠে কী কী জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না।
কী কী নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না?
সূত্রের খবর, স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং পুলিশ বহু জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে সেইসব নিষিদ্ধ জিনিস নিয়ে মাঠে ঢুকতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যে অন্যতম হল বিপজ্জনক সামগ্রী। আর বিপজ্জনক সামগ্রীর তালিকায় থাকছে অস্ত্রশস্ত্র, পতাকার দণ্ড, হর্ন, বাঁশি, গানবাজনার সরঞ্জাম, ধাতব ক্যান, গ্লাস অথবা প্লাস্টিকের বোতল, প্রচারমূলক অথবা বাণিজ্যিক দ্রব্য, আপত্তিকর অথবা রাজনৈতিক প্রতীক, ড্রোন, চার্জিং ডিভাইস, পাওয়ার ব্যাঙ্ক, ব্যাগ (মহিলাদের ছোট্ট পার্স ইত্যাদি)। উল্লিখিত এইসব সামগ্রী স্টেডিয়ামে নিয়ে যাওয়া যাবে না।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, এর পাশাপাশি পশু-পাখি, নগদ, পারফিউম অথবা কসমেটিক্স (১০০ মিলিলিটারের বেশি হওয়া চলবে না), ভিডিও অথবা ফটোগ্রাফিক অথবা অডিও ইক্যুইপমেন্ট (মোবাইল ফোন ছাড়া), বাইনোকুলারস, খাবার, হেলমেট, ছাতা, ইলেকট্রিক্যাল দ্রব্য (হেডফোন ছাড়া), সেলফি, লাঠি, কয়েন, সিগারেট, তামাক, গুটখা ইত্যাদির মতো নেশার দ্রব্য, লাইটার, দেশলাই ইত্যাদির মতো দাহ্য পদার্থও স্টেডিয়ামের ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।
advertisement
স্টেডিয়ামের ভিতরে কী কী জিনিস পাওয়া যাচ্ছে?
বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা থাকছে স্টেডিয়ামের ভিতরেই। ফলে যাঁরা ম্যাচ দেখতে আসছেন, তাঁরা বিনামূল্যেই পেয়ে যাবেন পানীয় জল। এর পাশাপাশি টিকিট হোল্ডাররা বিনামূল্যে একটি পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কও পেয়ে যাবেন।
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup Final: বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি... না হলে টিকিট থাকলেও মিলবে না প্রবেশের অনুমতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement