হোম /খবর /খেলা /
বিশ্বকাপে কে এল রাহুলকে কোথায় নামনোর ভাবনায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক

World Cup 2019: বিশ্বকাপে কে এল রাহুলকে কোথায় নামনোর ভাবনায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক

Image: Twitter

Image: Twitter

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই : ভারতীয় দলের ওপেনিং জুটিতে রোহিত ও শিখরের দাপট ও ধারাবাহিকতা দুটো নিয়েই বিশেষ প্রশ্ন নেই ৷ তবে ভারতীয় দলের সবচেয়ে প্রশ্নের জায়গা যেটা সেটা হল চার নম্বর স্লট ৷ যদিও কোচ রবি শাস্ত্রী দলের এই জায়গার উষ্মা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন  ৷ তাঁর মতে চার নম্বরে জায়গায় খেলার জন্য টিম ইন্ডিয়ার হাতে একাধিক অপশন রয়েছে ৷

    তবে চারের স্লটের দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি কেএল রাহুল ৷ এই স্লটে তাঁকে প্রতিযোগিতায় ফেলতে পারেন দীনেশ কার্তিক ও বিজয় শঙ্কর ৷ সম্প্রতি আইপিএলের পারফরম্যান্স নজরে রাখলে দীনেশ কার্তিক ও বিজয় শঙ্করকে অনেকটাই পিছনে ফেলে দিচ্ছেন রাহুল ৷ তবে টি-টোয়েন্টির আইপিএলের থেকে একদিনের ম্যাচ অনেকটাই আলাদা ৷ তাতেও অবশ্য বেশ ভালো কে এল রাহুল ৷

    News 18 Creative News 18 Creativeতবে রাহুল ওপেনার হিসেবে বেশি স্বচ্ছন্দ ইনিংস খেলেছেন ৷ ইদানিংয়ের পারফরম্যান্স মাথায় রাখলে মিডল অর্ডারে বেশ কয়েকটি ফ্লপ শো রয়েছে ৷ তবে একটা সময়ে ছ মাস তিন নম্বরে কেএল রাহুলকে নামিয়ে চার নম্বরে নামানো হয়েছে বিরাট কোহলিকে ৷আরও পড়ুন - World Cup 2019: আঙুলে চোট, বিশ্বকাপে এই ওপেনারের খেলার সম্ভবনা নিয়ে ঘোর অনিশ্চয়তা
    অপশন অনেক রকম রয়েছে, এবার বিশ্বকাপের মঞ্চে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক কোন রণনীতিতে খেলবে সেটাই দেখার ৷

     আরও দেখুন

    First published:

    Tags: ICC Cricket World Cup 2019, K.L Rahul, World Cup 2019