#মুম্বই : ভারতীয় দলের ওপেনিং জুটিতে রোহিত ও শিখরের দাপট ও ধারাবাহিকতা দুটো নিয়েই বিশেষ প্রশ্ন নেই ৷ তবে ভারতীয় দলের সবচেয়ে প্রশ্নের জায়গা যেটা সেটা হল চার নম্বর স্লট ৷ যদিও কোচ রবি শাস্ত্রী দলের এই জায়গার উষ্মা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন ৷ তাঁর মতে চার নম্বরে জায়গায় খেলার জন্য টিম ইন্ডিয়ার হাতে একাধিক অপশন রয়েছে ৷
তবে চারের স্লটের দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি কেএল রাহুল ৷ এই স্লটে তাঁকে প্রতিযোগিতায় ফেলতে পারেন দীনেশ কার্তিক ও বিজয় শঙ্কর ৷ সম্প্রতি আইপিএলের পারফরম্যান্স নজরে রাখলে দীনেশ কার্তিক ও বিজয় শঙ্করকে অনেকটাই পিছনে ফেলে দিচ্ছেন রাহুল ৷ তবে টি-টোয়েন্টির আইপিএলের থেকে একদিনের ম্যাচ অনেকটাই আলাদা ৷ তাতেও অবশ্য বেশ ভালো কে এল রাহুল ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।