World Cup 2019: লর্ডসে উন্মোচিত বিরাটের মোম-মূর্তি, রাখা হবে মাদাম তুসোঁর জাদুঘরে
Last Updated:
#লন্ডন: বিশ্বজুড়ে বিরাট কোহলির জনপ্রিয়তা তুঙ্গে ৷ আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ৷ তার আগে বুধবার ভারত অধিনায়কের মোমের মূর্তি উন্মোচিত হল লর্ডসে ৷ অর্থাৎ এবারের বিশ্বকাপ উৎসবে সামিল লন্ডনের মাদাম তুসোঁর জাদুঘরও ৷ এই মোমের মূর্তি বানানোর জন্য নিজের জার্সি এবং অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম দান করেছিলেন কোহলি ৷ মাদাম তুসোঁর জাদুঘরে বিশ্বকাপ চলাকালীন বিরাটের মূর্তিও দেখার সুযোগ পাবেন দর্শকরা ৷
#CWC19 #TeamIndia#ViratKohli Wax statue at @MadameTussauds KING @imVkohli pic.twitter.com/eOFTWOqvu7
— VIRAT (@its_mee_BJ) May 30, 2019
advertisement
এদিকে বিশ্বকাপের আগেই শহরে বিরাট মূর্তি। শিল্পী মিন্টু পালের হাতে তৈরি হল কাপ্তান কোহলির রেপ্লিকা। ইংল্যান্ডে ঝড় তুলতে প্রস্তুত কোহলি অ্যান্ড কোম্পানি। আর কলকাতা কাঁপাতে হাজির তাঁর লাইফ সাইজ স্ট্যাচু। বিশ্বকাপ দোরগোড়ায়। গোটা দেশের মত কলকাতার নজরও এখন ইংল্যান্ডে কোহলি অ্যান্ড কোম্পানির দিকে। তার মাঝেই কুমোরটুলিতে বিরাট মূর্তি। শিল্পী মিন্টু পালের হাতে তৈরি হয়েছে বিরাটের এই লাইফ সাইজ সংস্করণ।
advertisement
মাটির কাঠামো। সংরক্ষণের সুবিধার জন্য তার উপর ফাইবারের আস্তরণ। মেসি, নেইমারদের পর কোহলির রেপ্লিকা বানিয়ে ভালই লাগছে শিল্পীর। আসল কোহলিকে দেখার সুযোগ মেলেনি। তবে মিন্টু পালের ওয়ার্কশপে মূর্তির সঙ্গেই সেলফি তুলে নিলেন কেউ কেউ। শহরের মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে আগে থেকেই রয়েছে কাপ্তান কোহলির মোমের মূর্তি। তার পাশেই ইকো পার্কের এক ক্যাফেতে দেখা মিলবে ফাইবারের কোহলির। টেলিভিশন স্ক্রিনে যখন ব্যাটে উঠবে বিরাট ঝড়, ঠিক তখনই কলকাতা কাঁপাবেন জোড়া কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2019 9:49 AM IST