আবার শুরু টি-২০ বিশ্বকাপ! রবিবার ভারতের ম্যাচ বিনা খরচে দেখবেন কোথায়, জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Women's T20 World Cup 2024- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হবে ২৯ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ড-টুতে।
কলকাতা: হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু হল না। মেয়েদের টি-২০ বিশ্বকাপ আয়োজনে ব্যর্থ বাংলাদেশ। এবার বিশ্বকাপ শুরু হচ্ছে ৩ অক্টোবর থেকে। তবে ভারতীয় দলের এবার বিশ্বকাপে প্রথম ম্যাচ টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ, ৪ অক্টোবর।
টি-২০ বিশ্বকাপের আগে ২টি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন হরমনপ্রীত কউররা। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ কবে, কোথায়, কখন আয়োজিত হবে জেনে নেওয়া যাক। সেই সঙ্গে কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে তাও জানাব আমরা।
আরও পড়ুন- কেকেআর থেকে বাদ ৫ মহাতারকা! সকলকে চমকে দেবে নাইটরা? হিতে বিপরীত হবে না তো!
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হবে ২৯ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ড-টুতে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে। টস হবে ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ৭টায়।
advertisement
advertisement
মেয়েদের টি-২০ বিশ্বকাপ ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। প্র্যাকটিস ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে। এছাড়া ভারতে বিশ্বকাপের লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ব ডিজনি প্লাস হটস্টারের। ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ সম্পূর্ণ বিনা পয়সায় দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টার অ্যাপে। এছাড়া ম্যাচের যাবতীয় খবর পাবেন News18 বাংলায়।
১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার ভারতের টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিপক্ষ দল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ খেলা হবে দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ড-ওয়ানে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা বেজে ৩০ মিনিট থেকে।
advertisement
আরও পড়ুন- কেকেআর বাদ দিচ্ছে তারকা ব্যাটারকে! অনেক রান বড় রেকর্ড গড়েও হবে না শেষ রক্ষা!
ভারতের স্কোয়াড- হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধানা (ভাইস ক্যাপ্টেন), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), দয়ালান হেমলতা, জেমিমা রডরিগেজ, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, সজীবন সজনা, আশা শোভনা, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, পূজা বস্ত্রকার ও রাধা যাদব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 4:16 PM IST