#জয়পুর: মহিলাদের প্রথম টি ২০ চ্যালেঞ্জ জিতে নিতে সফল সুপারনোভা ৷ এই টুর্নামেন্টকে মহিলাদের আইপিএল হিসেবেই ধরা হচ্ছে ৷ যেখানে ভারতের তারকা ক্রিকেটারদের পাশাপাশি অন্যান্য দেশের বিভিন্ন তারকারা অংশ নিয়েছিলেন ৷ প্রথম ট্রফি গেল হরমনপ্রীতের দল সুপারনোভার দখলেই ৷
১২২ রানের টার্গেট তাড়া করতে নেমে মারমুখী হরমনপ্রীতের দাপটে ম্যাচ শেষ পর্যন্ত জিতে নেয় সুপারনোভা ৷ ৩৭ বলে ৫১ রান করেন তিনি ৷ অথচ রান তাড়া করতে নেমে শুরুতে সমস্যাতেই পড়েছিল সুপারনোভা ৷ মাত্র ৬৪ রানের মধ্যেই পাঁচ উইকেট চলে যায় তাদের ৷ এরপর দলকে জেতাতে মুখ্য ভূমিকা নেন হরমনপ্রীত ৷ শেষ বলে অবশ্য বাউন্ডারি মেরে দলকে জেতালেন রাধা। ম্যাচের সেরা হরমনপ্রীত তাই ম্যাচ শেষে জানান , ‘‘শেষ ওভারে আউট হওয়াতে চিন্তা বেড়ে গিয়েছিল। কিন্তু রাধা দুর্দান্ত খেলল। আমার কাছে ম্যাচের নায়ক রাধাই।’’
Would the result be any different if Trailblazers met Velocity in the #WIPL final? @mandhana_smriti asks, chase masters @ImHarmanpreet and Radha Yadav oblige after the Supernovas lifted the WIPL . By @Moulinparikh.
Don't miss the full video - https://t.co/nEwVIyiRRQ pic.twitter.com/4FKXVjDeTX — IndianPremierLeague (@IPL) May 12, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harmanpreet Kaur, IPL 2019, Supernovas, Womens t20 challenge