মুম্বই: দুই ভারত অধিনায়ক একই দলে। মুম্বই ইন্ডিয়ান্সে দীর্ঘ বছর ধরে খেলছেন রোহিত শর্মা। আইপিএলের ট্রফির খরা মু্ম্বইয়ের কেটেছিল রোহিতের হাত ধরেই। তারপর মুম্বই সর্বাধিক এখও পর্যন্ত ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার অধিনায়কত্বে। সেই রোহিত শর্মা বর্তমানে টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর এবার মহিলা আইিপএলের প্রথম নিলামে ভারতীয় মহিলা দলের অধিনায়র হরমনপ্রীত কউরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই নিলামে গুছিয়ে দল করার জন্য পরিচিত। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামেও প্রথম থেকেই একজন ভালো অধিনায়ক পাওয়ার জন্য টার্গেট করেছিল এই ফ্র্যাঞ্চাইজি। হরমনপ্রীতকে নিয়ে প্রথম থেকেই হোম ওয়ার্ক করে নিয়েছিল মুম্বই। ভারতীয় মহিলা দলের অধিনায়ককে পাওয়ার জন্য অলআউট যায় মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীতের জন্য বেশ কিছু সময় অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দর হাঁকাহাঁকি হয়। হরমনপ্রীত কউরকে দলে নিতে ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করছে মুম্বই।
🇮🇳 Leaders. Legends. Playing for #MumbaiIndians. 💙#OneFamily #AaliRe @ImRo45 @ImHarmanpreet pic.twitter.com/ZDs349TCbT
— Mumbai Indians (@mipaltan) February 13, 2023
ভারতীয় দলের দুই অধিনায়ককে দলে পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে। রোহিত শর্মা ও হরমনপ্রীত দুজনের ব্যাট হাতে ছবি শেয়ার করে ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে লেখা হয়, "নেতা, কিংবদন্তীরা খেলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে।" পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি।
আরও পড়ুনঃ WPL 2023: মহিলা আইপিএল নিলামে তারকা ভারতীয় ক্রিকেটাররা কে পেল কোন দল, দেখে নিন এক ঝলকে
উইমেন্স প্রিমিয়ার লিগে ম্ুম্বই দলে গিয়ে খুশি হরমনপ্রীত কউর। প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “অনেক দিন ধরেই মুম্বইয়ের খেলা খুঁটিয়ে লক্ষ্য করি। এ বার ওদের জার্সি গায়ে মাঠে নামতে পারব ভেবে উত্তেজনা হচ্ছে। মুম্বইকেও একই রকম সাফল্য এনে দিতে চাই।” এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স ফ্যানেদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হরমনপ্রীতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Harmanpreet Kaur, Mumbai Indians, Womens premier league 2023, Wpl 2023