U19 T20 world cup Ind W vs Eng W: ভারতীয় মেয়েরা ইংল্যান্ডের সিংহ বিক্রমে ঢালল জল, সেমিফাইনালে ধোঁওয়া বার করে দেওয়া পারফরম্যান্স করে ফাইনালে টিম ইন্ডিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
women u19 t20 world cup: ১৫তম ওভারেই কমলিনী এবং সনিকা ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন৷ ভারত এক উইকেটে ১১৭ রান করে ম্যাচ জিতে নেয়।
: ভারতের মেয়েদের দারুণ পারফরম্যান্স৷ অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে দুরমুশ করে হারিয়েছে ভারতীয় মেয়েরা। বিদেশি ক্রিকেট ফ্যানরা হয়তো স্বপ্নেও ভাবেননি এই ম্যাচে কোনও লড়াই ছাড়াই আত্মসমর্পণ করে দেবে ইংল্যান্ড৷ ভারতীয় মেয়েরা এটাকে একতরফা করে দিয়েছে। ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দল ইংল্যান্ডকে ১১৩ রানে আটকে রাখে৷ এরপর মাত্র ১৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ভারতীয় মেয়েরা লক্ষ্য পূরণ করে নেয়৷
অনুর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটি হবে ২ ফেব্রুয়ারি। সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
advertisement
ভারতীয় দল মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত ছিল, সেমিফাইনালেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেছে। প্রথম থেকেই ইংল্যান্ডকে ধাক্কা দেয় ভারতীয় মেয়েরা। দুই উইকেটের পতনের পর, ডেভিনা পেরিন (৪৫) এবং এবি নরগ্রোভ (৩০) ৪৪ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে সামাণ্য আশা জাগিয়েছিলেন, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুজনকেই আউট করে ভারতকে ফের চালকের আসনে ফিরিয়ে দেন আয়ুশি শুক্লা।
advertisement
এরপর ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় স্কোর করা থেকে আটকে দেন বৈষ্ণবী শর্মা। ইংল্যান্ডকে প্রথম দুটি ধাক্কা দেওয়া পারুলিকা সিসোদিয়াও তার পরের স্পেলে একটি উইকেট নেন। বৈষ্ণবীর মতো তিনিও তিন উইকেট তুলে নেন৷
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে আসা ভারতীয় দলও ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। ওপেনার জি. কমলিনী ৫৬ রানের অপরাজিত থাকেন৷ শেষ ম্যাচে সেঞ্চুরি করা গোঙ্গাদি ত্রিশা ঝোড়ো ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দুজনেই ৬০ রান যোগ করে ভারতকে ভালো সূচনা এনে দেন। ত্রিশা আউট হওয়ার পর ১১ রান করেন সনিকা চালকে। ১৫তম ওভারেই কমলিনী এবং সনিকা ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন৷ ভারত এক উইকেটে ১১৭ রান করে ম্যাচ জিতে নেয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 5:54 PM IST