ফুলঝুরি বলবেন নাকি তুবড়ি, এশিয়া কাপে বাংলাদেশ বধের নায়িকা শেফালি, করলেন বিশ্বরেকর্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মাত্র ১৮ বছর ২৫৩ দিনে এই বিশ্ব রেকর্ড করেন তিনি৷ এই করে ক্রিকেটের ইতিহাস বইয়ের পাতায় নাম তুলে ফেললেন শেফালি ভর্মা৷
#ঢাকা: ভারতীয় ক্রিকেট দলের বিস্ফোরক ওপেনার শেফালি ভর্মা গত কয়েকদিন খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছিলেন৷ বাংলাদেশের বিরুদ্ধে মহিলাদের এশিয়া কাপের খেলায় তিনি দমদার হাফ সেঞ্চুরি করে ফের ফর্মে ফেরার বার্তা দিলেন৷ এই ম্যাচের দরুণ শেফালি ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বোলিংয়েও কামাল পারফরম্যান্স দিলেন৷ ১৮ বছরের এই মহিলা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এমন কামাল করলেন যা আজ অবধি কোনও তাঁর বয়সী তরুণ ক্রিকেটার করতে পারেননি৷
ভারতীয় মহিলা দল এশিয়া কাপে শনিবার আয়োজক বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে বড় জয় হাসিল করল৷ এদিন প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ১৫৯ রান করে৷ এতে শেফালি মাত্র ৪৪ বলে ৫৫ রান করেন৷ ৫ টি চার ও ২ টি ছক্কা মেরে নিজের খারাপ ফর্মে ফুলস্টপ দিলেন তরুণী ফুলঝুরি৷ এই ম্যাচকে মনে রাখবেন আরও বেশিভাবে সেখানে নতুন রেকর্ড তৈরি করে ফেললেন তিনি৷
advertisement
advertisement
১৮ বছরের শেফালি করলেন ওয়ার্ল্ড রেকর্ড
Super shot by Shefali Verma to get off the mark. pic.twitter.com/jyZLnUbuH9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 7, 2021
advertisement
ভারতীয় তরুণী ক্রিকেটার এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন পাশাপাশি টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে ১০০০ রানও করে ফেললেন৷ মাত্র ১৮ বছর ২৫৩ দিনে এই বিশ্ব রেকর্ড করেন তিনি৷ এই করে ক্রিকেটের ইতিহাস বইয়ের পাতায় নাম তুলে ফেললেন শেফালি ভর্মা৷
এই রেকর্ড করে তিনি স্বদেশীয় জেমিমা রডরিগেজকেই পিছনে ফেললেন৷ তিনি ২১ বছর ৩২ দিনে তিনি ১০০০ টি টিয়োন্টি ম্যাচে এই নজির গড়েছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 7:29 PM IST