Wimbledon 2022: উইম্বলডনে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন রাইবাকিনা, ভেঙে পড়লেন কান্নায়, রইল ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
মস্কোতে জন্ম নেওয়া রিবাকিনা ২০১৮ সাল থেকে কাজাখস্তানের প্রতিনিধিত্ব করছেন। উইম্বলডনের সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল কারণ ইউক্রেনের আক্রমণের কারণে 'অল ইংল্যান্ড ক্লাব' রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের টুর্নামেন্টে প্রবেশ নিষিদ্ধ করেছিল।
#লন্ডন: উইম্বলডনে তৈরি হল নতুন ইতিহাস৷ প্রথমবার কাজাকস্তানের কোনও টেনিস প্লেয়ার উইম্বলডনের মঞ্চে চ্যাম্পিয়ন হলেন৷ এলেনা রাইবাকিনা কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় যিনি উইম্বলডনের সিঙ্গলসে শিরোপা জিতলেন। শনিবার উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে তিনি ওন্স জাবেরকে ৩-৬, ৬-২, ৬-২ গেমে পরাজিত করেন। প্রথম গেম খোয়ালেও দ্বিতীয় ও তৃতীয় গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি রাইবাকিনা৷
মস্কোতে জন্ম নেওয়া রিবাকিনা ২০১৮ সাল থেকে কাজাখস্তানের প্রতিনিধিত্ব করছেন। উইম্বলডনের সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল কারণ ইউক্রেনের আক্রমণের কারণে 'অল ইংল্যান্ড ক্লাব' রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের টুর্নামেন্টে প্রবেশ নিষিদ্ধ করেছিল।
আরও পড়ুন - Sourav and Dona: দাদা-বৌদি জুটির রাস্তাতেই তুফানি পারফরম্যান্স, বলিউডি গানে নাচ, ভাইরাল ভিডিও
advertisement
advertisement
১৯৬২ সালের পর অল ইংল্যান্ড ক্লাবে এটিই প্রথম মহিলা সিঙ্গলস ম্যাচের ফাইনাল যেখানে দুই টেনিস প্লেয়ারই তাঁদের অভিষেকেই কামাল করলেন। এলেনা রাইবাকিনার র্যাঙ্কিং ২৩। ১৯৭৫ সালে ডাব্লু টি এ মহিলাদের টেনিস র্যাঙ্কিং শুরু হওয়ার পর থেকে, শুধুমাত্র একজন মহিলা খেলোয়াড় উইম্বলডন শিরোপা জিতেছেন, যার র্যাঙ্কিং রিবাকিনার থেকে পিছিয়ে।সেরেনা উইলিয়ামসের বড় বোন ভেনাস উইলিয়ামস ২০০৭ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন ৩১ নম্বরে ছিলেন।
advertisement
এদিন খেতাব জয়ের পরে সাংবাদিক সম্মেলনে চোখে জল চলে আসে রাইবাকিনার৷ কোনও ক্রমে চোখের জল মুছে উত্তর দেন নতুন চ্যাম্পিয়ন৷
দেখে নিন ভাইরাল ভিডিও
"They would be super proud" 😊 Elena Rybakina was asked how her parents would react to her being crowned Wimbledon champion#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/HOKUL4pFfQ
— Wimbledon (@Wimbledon) July 9, 2022
advertisement
এদিন তাঁকে যখন তাঁর মা -বাবাকে নিয়ে প্রশ্ন করা হয় তখনই কান্নায় ভেঙে পড়লেন রাইবাকিনা৷ তিনি জানিয়েছেন এই শিরোপা তাঁর মা বাবাকে দারুণ আনন্দ দেবে, গর্বিত করবে৷
আলিনা রিবাকিনা সেন্টার কোর্টে জাবেরের 'স্পিন' এবং 'স্লাইস' -র জাল টপকে এদিনের ম্যাচে কামাল করেছেন৷ উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে তাঁর সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ড তাঁকে জব্দ করেন৷ রিবাকিনা জাবেরের টানা ১২ ম্যাচের জয়ের ধারা ভাঙলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2022 12:31 PM IST