যুবভারতী পেতে রাজ্যসরকারের দ্বারস্থ হচ্ছেন এটিকে কর্তারা

Last Updated:

আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার ঘরের মাঠ কোনটা হবে ? এই নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা ৷

#কলকাতা: আইএসএলে অ্যাটলেটিকো দি কলকাতার ঘরের মাঠ কোনটা হবে ?  এই নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা ৷ ফুটবলের মক্কা শহরে আন্তর্জাতিক মানের ফুটবল শুধু একটাই, সেটা যুবভারতী ৷ ইস্টবেঙ্গল, মোহনবাগান,  বারাসত সব মাঠের মানই প্রায় একরকম ৷ সেখানে আইএসএলে নিজেদের হোম ম্যাচ খেলতে মোটেই আগ্রহী নয় এটিকে  ৷
এখন প্রশ্ন হল অ্যাটলেটিকো কি শেষপর্যন্ত পাবে যুবভারতী ? কারণ ২০১৭ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য এই মাঠ দিতে নারাজ রাজ্য ক্রীড়া দফতর ৷ যদিও হাল ছাড়তে নারাজ এটিকে কর্তারাও ৷ এ বার তাঁরা সরাসরি দ্বারস্থ হতে চলেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের।  ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলে মাঠ সমস্যার সমাধান করতে চাইছে এটিকে ৷ সমস্যা হল আইএফএ যেখানে কলকাতা লিগের ম্যাচের জন্য যুবভারতী পাচ্ছে না , সেখানে অ্যাটলেটিকো কী করে পাবে ৷ লিগের ডার্বি ম্যাচের আয়োজন নিয়েই এখন সমস্যায় পড়তে হয়েছে আইএফএ কর্তাদের ৷ যুবভারতীর যা হাল তাতে এত কম সময়ের মধ্যে মাঠ ও গ্যালারি কাজ শেষ করে  ম্যাচ করার উপযুক্ত করে তোলাটা  কঠিন। তাই সল্টলেকে আইএসএল ম্যাচ হওয়াটাও যথেষ্ট কঠিন এখন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
যুবভারতী পেতে রাজ্যসরকারের দ্বারস্থ হচ্ছেন এটিকে কর্তারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement