এক ম্যাচে ১৩৬টি ওয়াইডের সাক্ষী থাকলেন দর্শকরা !

Last Updated:

এক ম্যাচে ১৩৬টি ওয়াইড !!

#ধানবাদ: এক ম্যাচে ১৩৬টি ওয়াইড !! হ্যাঁ , এমন অবাক কাণ্ডই ঘটল অনূর্ধ্ব-১৯ মহিলাদের একটি ক্রিকেট ম্যাচে ৷ ধানবাদে খেলা চলছিল নাগাল্যান্ড বনাম মণিপুরের ৷ তখনই এমন বিরল নজিরের সাক্ষী থাকলেন দর্শকরা ৷
১৩৬টা ওয়াইড বল ! বোঝাই যাচ্ছে ইনিংস প্রায় শেষই হচ্ছিল না ৷ মণিপুরের মহিলা ক্রিকেটাররা যেখানে দিলেন ৯৪টি ওয়াইড, সেখানে নাগাল্যান্ডের ক্রিকেটারদের পারফরম্যান্স সামান্য ভাল ৷ তাঁরা দিলেন ৪২টি ওয়াইড বল।
৪২ টা ওয়াইড বল দেওয়ার পরও ম্যাচ জিততে সফল নাগাল্যান্ড ৷ ক্রিকেট সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রয়াসেই নেমেছে বিসিসিআই ৷ নাগাল্যান্ড বা মণিপুর ক্রিকেটে সেভাবে নাম না করলেও ম্যাচে এত সংখ্যায় ওয়াইড বল কোনও দলের বোলারদের থেকেই আশা করা যায় না ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
এক ম্যাচে ১৩৬টি ওয়াইডের সাক্ষী থাকলেন দর্শকরা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement