WI W vs ENG W: দুরন্ত ক্যাচ থেকে ম্যাচের ওপর টোটাল কন্ট্রোল, ক্যারিবিয়ান হাতে বধ ইংল্যান্ড

Last Updated:

WI W vs ENG W: দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

WI W vs ENG W: West Indies women wins against England women in Women's cricket World Cup- Photo -Twitter
WI W vs ENG W: West Indies women wins against England women in Women's cricket World Cup- Photo -Twitter
#ডুনেডিন: মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's World Cup 2022)  ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ড  (WI vs ENG) ম্যাচে একেবারে ধারেভারে  ইংল্যান্ডকে পর্যদুস্ত করে জিতে গেল ক্যারিবিয়ানরা৷ বুধবার ওয়েস্টইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷
নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান করে ওয়েস্টইন্ডিজ৷ ওয়েস্টইন্ডিজের হয়ে শিমায়েনে ক্যাম্পবেল সর্বোচ্চ ৬৬ রান করেন৷
মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's World Cup 2022)  ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ড  (WI W vs ENG W) ম্যাচে ওপেনিং জুটিতে ভালই শুরু করেছিলেন দিয়েন্দ্রা ডটইন এবং হেইলি ম্যাথিউজ৷ ডটইন এবং ম্যাথিউজ ৩১ ও ৪৫ রান করেন৷ কিন্তু এরপর টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ফ্লপ হন৷ শিমায়েনে ক্যাম্পবেল এবং চেদিয়ান নেশন জুটি দলকে কোনও বিপাকে পড়তে দেননি৷ ক্যাম্পবেল দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন৷ আর একটুর জন্য অর্ধশতরান মিস করেন নেশন তিনি ৪৯ রান করেন৷
advertisement
advertisement
ফলে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান করে৷ ইংল্যান্ডের জার্সিতে বল হাতে সবচেয়ে সফল সফি একলেস্টন ৩ টি উইকেট নেন৷
জয়ের জন্য প্রয়োজন ২২৬  রান, এটা তাড়া করতে নেমে নড়বড়ে দেখায় ইংলিশ ব্যাটিং লাইন আপকে৷ নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত মহিলা ক্রিকেট বিশ্বকাপে এদিনের ম্যাচে ইংল্যান্ডের দলের হয়ে  ব্যাট হাতে সর্বোচ্চ রান ট্যামি বিউমন্টের৷ তিনি ৪৬ রান করেন৷ এদিকে সেভাবে বড় রানও করতে পারেননি কেউই৷ অধিনায়ক হিথার নাইট থেকে শুরু করে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা প্রায় সকলেই ব্যর্থ৷
advertisement
এরপর ডান্নি ওয়াট, সোফিয়া ডাঙ্কলে, সফি একলেস্টোন ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেননি৷ আর পুরো ইনিংসেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড৷  ফলে ৪৭.৪ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড৷
advertisement
ওয়েস্টইন্ডিজের হয়ে সফল বোলার  শামিলা কোনেল ৩ টি উইকেট এবং হ্যালি ম্যাথিউজ ও আনিসা মহম্মদ ২ টি করে উইকেট নেন৷
এদিকে এদিন দিনের সবচেয়ে ভাইরাল হয়ে গেল ওয়েস্টইন্ডিজের দীনেন্দ্রা ডটইনের একটি উড়ন্ত ক্যাচ  ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হলেন৷
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচে ওয়েস্টইন্ডিজ দারুণ পারফরম্যান্স দিয়েই ম্যাচ জিতেছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WI W vs ENG W: দুরন্ত ক্যাচ থেকে ম্যাচের ওপর টোটাল কন্ট্রোল, ক্যারিবিয়ান হাতে বধ ইংল্যান্ড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement