#কলকাতা: জ্যোতিষ শাস্ত্র (Astrology)অনুসারে ৯ টি গ্রহ প্রত্যেকেরই নিজের গুরুত্ব রয়েছে৷ শনিগ্রহের চলন সব সময়েই ধীরে হয়৷ শনি গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে (Zodiac) যেতে আড়াই বছর সময় নেয়৷ এই অবস্থায় কোনও এক রাশিতে শনির গোচরের প্রায় ৩০ বছর পরে আবার সেই সময় আসে৷ শনিদেব (Shani Dev)প্রায় ৩০ বছর বাদে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে৷ ২৯ এপ্রিল শনিদেব মকর রাশির (Zodiac Signs) জাতক জাতিকাদের ৩০ বছরের জন্য বিরাম দেবেন৷ শনির এই অবস্থান পরিবর্তনের জন্য কিছু রাশির সাড়ে সাতি (Sare Sati)শুরু হবে৷ আর কিছু রাশির শনির দশা শেষ হয়ে যাবে৷ আসুন জেনে নিই কোন রাশিতে শনির কি প্রভাব পড়বে৷
এই ২ রাশির ওপর শনির প্রভাব
শনির কুম্ভ রাশিতে গোচরে ২ রাশির ওপর শনির ( Shani Dev)প্রভাব শুরু হয়ে যাবে৷ আসলে কর্কট ও বৃশ্চিক রাশির ওপর শুরু হবে৷ এখন অবধি তুলা ও মিথুন রাশির ওপর শনির এই মারাত্মক প্রভাব চলছিল৷ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ি তুলা রাশিতে শনি উচ্চস্থানে হয়৷ পাশাপাশি শনিকে মকর ও কুম্ভ রাশির স্বামী মানা হয়৷ শনি -র মহাদশা ১৯ বছর অবধি চলে৷ কুণ্ডলীতে যখন শনি শুভ হয় তখন ব্যক্তি উচ্চপদ , সম্মান ও অর্থ পায়৷
এদের ওপর শুরু হবে শনির সাড়ে সাতি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ি শনিদেব বিগত ২ বছরের বেশি সময় মকর রাশিতে থাকবে৷ এই অবস্থায় ধনু, মকর, কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতি প্রভাব আছে৷ আগামী ২৯ এপ্রিল যখনই শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবে৷ ধনু রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি থেকে মুক্তি মিলবে৷ এছাড়া মকর রাশিতে শনির অন্তিম পর্ব এবং কুম্ভ রাশিতে দ্বিতীয় চরণ শুরু হবে৷
শনিদেব (Shani) এক সঙ্গে পাঁচ রাশির ওপর প্রভাব পড়তে থাকে৷ তিন রাশিতে সাড়ে সাতি (Sare Sati)চলে আর দুটি রাশিতে প্রভাব থাকে৷ বর্তমানে এই প্রভাব রয়েছে মিথুন ও তুলা রাশিতে৷ যাদের ওপর এর প্রভাব থাকে তাদের প্রচুর অসুবিধা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়৷
Disclaimer- এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মতামত নয়৷ প্রাপ্ত তথ্য অনুযায়ি এই প্রতিবেদন৷ নিউজ ১৮ বাংলা এই তথ্যের সত্যতা যাচাই করেনি৷