জয় শাহ নয়, বোর্ড প্রেসিডেন্ট কেন রজার বিনি? লাল কেল্লা থেকে ইঙ্গিত ছিল মোদির
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: আরামসে বিসিসিআই সভাপতি হতে পারতেন জয় শাহ! হলেন না। কেন? উত্তর ছিল সেদিন মোদির বলা কথায়।
#নয়াদিল্লি: প্রোমোশন হওয়ার কথা ছিল। ডিমোশন হল, তা বলা যাবে না। তিনি একেবারে চাকরি হারিয়ে বসলেন। বিসিসিআই থেকে একেবারে আইসিসি। এটাই তো ভেবে রেখেছিলেন দাদা-র ভক্তরা। সব কিছু ঠিকঠাকই চলছিল। ধীরে ধীরে চওড়া হচ্ছিল আইসিসি-র অফিসে পৌঁছনোর রাস্তা। কিন্তু রাজনীতির হিসেব বড় গোলমেলে!
সৌরভ গঙ্গোপাধ্যায় আউট অফ দ্য গেম। এমনই বলছেন অনেকে। কেউ কেউ অবশ্য বুক বাজিয়ে বলছেন, নামটা মনে রাখবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষ বলে খেলা ঘুরে যাবে। খেলা শেষ বলে ঘুরতেই পারে। কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে সৌরভ অনেকটাই ব্যাকফুটে। বোর্ডের সিংহাসন খুইয়েছেন।
আরও পড়ুন- চিন্তা কিছুতেই কমছে না রোহিত শর্মার, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক পেসার
অনেককেই হয়তো এখন একটা প্রশ্ন ভাবাচ্ছে। সৌরভের বদলে কেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি! ধারে-ভারে, মাঠের গরিমা, মাঠের বাইরের ক্যারিশ্মায় সৌরভের সঙ্গে কোনও তুলনাই চলে না বিনির। তবুও কেন সৌরভের রিপ্লেসেমেন্ট তিনি! সৌরভের থেকে কেড়ে নেওয়া চেয়ারে তো আরামসে বসানো যেত জয় শাহকে!
advertisement
advertisement
অমিত শাহের পুত্র জয় শাহ এখন বোর্ডের সচিব। 'খেলা' গড়াচ্ছে যাঁদের অঙ্গুলিহেলনে, তাঁরা তো চাইলে অনায়াসে জয় শাহকেই বোর্ড প্রেসিডেন্ট করতে পারতেন! কিন্তু তেমনটা যে হবে না, তার ইঙ্গিত স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে নরেন্দ্র মোদি দিয়ে রেখেছিলেন।
সেদিন মোদি সাফ বলেছিলেন, দেশের অনেক সংস্থায় স্বজনপোষণ, পরিবারতন্ত্রের প্রচ্ছন্ন ছায়া রয়েছে। এই পরিবারতন্ত্র আগে নির্মূল করতে হবে। রাজনৈতিক বিশেষজ্ঞরা সেদিন ভেবেছিলেন, মোদি হয়তো গান্ধী পরিবারের দিকে ইঙ্গিত করছেন। আসলে মোদির নিশানায় ছিল অনেক সংস্থা। বিসিসিআই-ও!
advertisement
জয় শাহকে সচিব পদ থেকে সভাপতি করা হলে কথার দাম থাকত না প্রধানমন্ত্রীর। তিনি নিজেই পরিবারতন্ত্রের বিরোধিতা করছেন, আবার তাঁর পার্টিরই নেতার পুত্র কী করে দেশের ক্রিকেট সংস্থার সভাপতি! এই প্রশ্ন করতেন অনেকে। সেই প্রশ্ন করার আর সুযোগ রইল না। আবার জয় শাহকে সচিব হিসেবে বিসিসিআই-তে রাখাও গেল। ফলে একূল-ওকূল, দুদিকই বাঁচল।
advertisement
আরও পড়ুন- আগুনে জেদ নিয়ে এবার অস্ট্রেলিয়ায় নামবে শামি, দাবি ছোটবেলার কোচের
জানা গিয়েছে, রজার বিনি এই পদের জন্য খুব একটা আগ্রহী ছিলেন না। কারণ, তিনি নিজের শহর বেঙ্গালুরু ছেড়ে বাইরে গিয়ে আর কাজ করতে চান না। তাও এই বয়সে। তবে শেষমেশ রাজি হলেন তিনি। রজার বিনি বিশ্বকাপজয়ী দলের সদস্য। তাঁর ভাবমূর্তি স্বচ্ছ। আবার তিনি খুব বেশি বিরোধিতা করার মতো চরিত্রও নন। ফলে তিনিই যে বোর্ড সভাপতি পদের যোগ্য দাবিদার, তা এই পরিস্থিতিতে মেনে নেওয়াই যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2022 3:42 PM IST