বিরাট কোহলি থেকে মার্ক জুকারবার্গ, অনেকের 'গুরু' তিনি! কে এই নিম করোলি বাবা?
- Published by:Suman Majumder
Last Updated:
Neem Karoli Baba: জীবনে কঠিন সময় এলেই বিরাট কোহলি এই বাবার আশ্রমে যান! নিম করোলি বাবা আসলে কে!
মুম্বই: নিম করোলি বাবার সারা বিশ্বে অনুগামী রয়েছে। নিম করোলি বাবা নিব করোরি বাবা নামেও পরিচিত। নিম করোলি বাবা একজন সাধু। তাঁর অনুগামীরা নিম করোলি বাবাকে মহারাজজি বলে সম্বোধন করেন।
কথিত আছে, নিম করোলি বাবা হনুমানজির ভক্ত ছিলেন। নিম করোলি বাবা ভক্তিভরে ঈশ্বরের উপাসনা করতেন। নিম করোলি বাবা সবসময় অন্যদের সেবা করার উপর জোর দিতেন। তিনি মানুষের সেবাকেই ঈশ্বরের ভক্তির সর্বোত্তম মাধ্যম বলে মনে করতেন।
আরও পড়ুন- দেশের মাঠে প্রথম সেঞ্চুরি শুভমনের, লঙ্কার বিরুদ্ধে আগুনে মেজাজে তরুণ ওপেনার
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিম করোলি বাবা লক্ষ্মণ নারায়ণ শর্মার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই গৃহত্যাগ করেন এবং সাধক হন। তবে বাড়ির লোকের অনুরোধে একবার ফিরে এসেছিলেন। এর পর ১৯৫৮ সালে আবারও বাড়ি ছেড়ে চলে যান।
advertisement
advertisement
এর পর তিনি নিম করোলি গ্রামে পৌঁছান। এভাবেই একজন সন্ন্যাসী হিসেবে তাঁর জীবনের যাত্রা শুরু হয়। পরে নিম করোলি বাবা নিম করোলিতে একটি আশ্রম এবং হনুমানজির মন্দির তৈরি করেছিলেন।
নিম করোলি বাবা ১৯৬০ এবং ৭০- এর দশকে জনপ্রিয় হয়ে ওঠেন। সেই সময় অনেক আমেরিকান ভারতে এসে নিম করোলি বাবার সঙ্গে দেখা করতে পৌঁছন। বাবা নিম করোলি ১১ সেপ্টেম্বর ১৯৭৩ সালে মারা যান।
advertisement
অনেক সেলিব্রিটি বাবার আশ্রমে যান-
তারকা ক্রিকেটার বিরাট কোহলি, তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কাকে নিয়ে সম্প্রতি গিয়েছিলেন নিম করোলি বাবার আশ্রমে। এর আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং আমেরিকান ব্যবসায়ী স্টিভ জবসও নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন।
আরও পড়ুন- হকি বিশ্বকাপে আজ ব্রিটিশ বধের লক্ষ্যে ভারত, কঠিন ম্যাচ হরমন, হার্দিকদের
২০১৫ সালে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মার্ক জুকারবার্গ। নিম করোলি বাবাকে দেখতে এসেছিলেন সেই সময়। এর পর বেশ কিছু মিডিয়া দাবি করে, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসকেও নিম করোলি বাবার আশ্রমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন জুকারবার্গ।
advertisement
উল্লেখযোগ্যভাবে, আমেরিকান অভিনেত্রী জুলিয়া রবার্টসও একটি সাক্ষাত্কারে দাবি করেছিলেন, তিনি ভারতের নিম করোলি বাবার ভক্ত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 5:22 PM IST