করোনা প্রভাব কাটিয়ে কবে থেকে শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট? বৃহস্পতিবার বৈঠকে বসছে আইসিসি

Last Updated:

করোনা প্রভাবে বিশ্বজুড়ে থমকে রয়েছে ক্রিকেট। থমকে থাকা আন্তর্জাতিক ক্রিকেট সব জট কাটিয়ে কবে থেকে শুরু হবে?

লকডাউনের জেরে সমস্ত দেশে ক্রিকেট বন্ধ। ঘেঁটে গেছে ক্রিকেট ক্যালেন্ডার। এই অবস্থায় জট কাটাতে বৈঠকে বসতে চলেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বৃহস্পতিবার বৈঠকে বসবে। আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসাররা বৈঠক করবেন। টেলি কনফারেন্সের মাধ্যমে বৈঠক আয়োজন করা হবে। ১২ টি টেস্ট খেলিয়ে সমস্ত দলের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট বোর্ডের CEO–রা বৈঠকে থাকবেন। তিনটি অ্যাসোসিয়েট দেশের প্রতিনিধিরাও থাকবেন বৈঠকে। বৈঠকে মূল আলোচনার বিষয় আগামী দিনে আইসিসির ক্রিকেট ক্যালেন্ডার কী হবে। কবে থেকেই বা আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা সম্ভব। কারণ ক্রিকেট খেলিয়ে প্রায় সব দেশেই করোনা থাবা বসিয়েছে। করোনা সংক্রমণ, লকডাউন সব নিয়ে থমকে রয়েছে আইসিসির সমস্ত প্রতিযোগিতা। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
advertisement
তবে সূত্রের খবর, সেই নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না আইসিসি। আগস্ট মাস পর্যন্ত ধীরে চলো নীতিতেই চলবেন তাঁরা। আগস্টের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইসিসি ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে। বিশ্বকাপ আয়োজন এর সমস্ত কাজ চালু রয়েছে অস্ট্রেলিয়ায়। প্রাথমিকভাবে ঠিক রয়েছে ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। তবে করোনা প্রভাবে অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্য দেশ থেকে কোনও ব্যক্তির প্রবেশ নিষেধ। সে ক্ষেত্রে অক্টোবরের শুরুতেই সব ক্রিকেট দল, আইসিসির প্রতিনিধিরা অস্ট্রেলিয়া ঢুকতে পারবেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন সপ্তাহের কম সময়ে হাতে থাকবে। তার মধ্যেই চূড়ান্ত আয়োজন করতে হবে।
advertisement
advertisement
বৃহস্পতিবার বৈঠকে বসলেও এখনই ক্রিকেট শুরু করা সম্ভব নয় আইসিসির পক্ষে। কারণ, লকডাউন বিভিন্ন দেশে কবে উঠবে তা এখনও স্পষ্ট নয়। এমনকি লকডাউন উঠলেও ক্রিকেট খেলার স্বাভাবিক পরিবেশ ফিরে অনেকটাই সময় লাগবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা তাদের শ্রীলঙ্কা সফর স্থগিত করেছে। জুন মাসে দক্ষিণ আফ্রিকা দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। সেখানে তিনটি একদিনের ম্যাচে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সফর স্থগিতের খবর জানানো হয়। এদিকে আইসিসির বৈঠকের দিকে চেয়ে রয়েছে বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপ কোনও ভাবে স্থগিত করলে সেই উইন্ডোতে আইপিএল ১৩ আয়োজন করার ভাবনা রয়েছে সৌরভদের।
advertisement
ERON ROY BURMAN
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
করোনা প্রভাব কাটিয়ে কবে থেকে শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট? বৃহস্পতিবার বৈঠকে বসছে আইসিসি
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement