MS Dhoni: আইপিএলের সময় ব্রেকফাস্টে কী খান ধোনি? সামনে এল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: অধিনায়কত্ব ছাড়লেও ৪৩ ছুঁতে চলা ধোনিকে ক্রিকেটার হিসেবেও মাঠে দেখতে মুখিয়ে রয়েছে ফ্যানেরা। কিন্তু এই বয়সে এসেও আইপিএল চলাকালীন সকাল বেলা কী খান ধোনি। সেই ভিডিও শেয়ার করল সিএসকে।
চেন্নাই: আইপিএল শুরুর একদিন আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন এমএস ধোনি। সিএসকের নতুন অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। অধিনায়কত্ব ছাড়লেও ৪৩ ছুঁতে চলা ধোনিকে ক্রিকেটার হিসেবেও মাঠে দেখতে মুখিয়ে রয়েছে ফ্যানেরা। এই বয়সে এসেও আইপিএল চলাকালীন সকাল বেলা কী খান ধোনি। সেই ভিডিও শেয়ার করল সিএসকে।
পেশাদার ক্রিকেটাররা কঠিন ডায়েট মেনে চলেন। কিন্তু ধোনি সকলের থেকে আলাদা। কিন্তু অধিনায়কত্বের মতনই খাওয়ারের ক্ষেত্রেও ধোনি নিজের সিদ্ধান্তে চলেন। চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইটে অল থিঙ্গস ইয়োলোভের প্রথম এপিসোড রিলিজ় করেছে। সেখানেই সিএসকে দলের এক শেফ জানিয়েছেন থালা ব্রেকফাস্টে বেশিরভাগ দিন কী খাবার খেতে পছন্দ করেন।
ভিডিওতে ওই কর্মী বলেছে,”থালা সকালে ডিমের ধোসা খেতে খুবই পথন্দ করেন। এমনকী বেশির ভাগ দিন কিচেনে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ধোসা কেমনভাবে বানাতে হবে তা বলে দেন। অন্যদের থেকে ধোনির পছন্দের ধোসা একটু আলাদা। তাঁর অধিনায়কত্বের মত। এছাড়া অন্যান্য সময়ের খাওয়ারের ক্ষেত্রেও একই কাজ করে থাকেন থালা।”
advertisement
advertisement
As we gear up for the season opener, here’s everything that goes behind the labour of Yellove! 📹💛#WhistlePodu #AllThingsYellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2024
আরও পড়ুন: IPL 2024: আইপিএলের একমাত্র দল, যেই স্কোয়াডে নেই টি-২০ ক্রিকেটের ‘মহারথী’ দেশগুলির কোনও ক্রিকেটার
advertisement
প্রসঙ্গত, ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু তরবে চেন্নাই সুপার কিংস। নতুন অধিনায়ক, ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে মরিয়া ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 3:09 PM IST