IPL 2024: আইপিএলের একমাত্র দল, যেই স্কোয়াডে নেই টি-২০ ক্রিকেটের 'মহারথী' দেশগুলির কোনও ক্রিকেটার

Last Updated:

IPL 2024: শুক্রবার থেকে আইপিএল অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে সিএসকের প্রতিপক্ষ আরসিবি।

চেন্নাই: শুক্রবার থেকে আইপিএল অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংস। আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে সিএসকের প্রতিপক্ষ আরসিবি। প্রতিযোগিতা শুরুর এক দিন আগে অধিনায়কত্ব ছেড়েছেন এমএস ধোনি। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। নতুন অধিনায়কের অধীনে নতুন শুরুর অপেক্ষায় চেন্নাই সুপার কিংস।
কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের একজন খেলোয়াড়ও পাঁচবার আইপিএল জয়ী দলে নেই? অস্ট্রেলিয়া সহ এই চার দলই টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞ খেলোয়াড়ে পরিপূর্ণ। কিন্তু আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দল চেন্নাই সুপার কিংস এসব দেশ থেকে একজন খেলোয়াড়ের প্রয়োজনীয়তা অনুভব করেনি।
চেন্নাই সুপার কিংসে ক্রিকেট বিশ্বের কাছে ‘আন্ডার ডগ’ বলে আখ্যায়িত নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার রয়েছে। সিএসকে-র দলে মোট ৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন, যার মধ্যে ৪ জন নিউজিল্যান্ডের। তারা হলেন ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার। সম্ভবত শুক্রবার যখন সিএসকে তাদের প্রথম ম্যাচ খেলবে, তখন এই খেলোয়াড়দের মধ্যে তিনজন প্লেয়িং ইলেভেনে থাকবেন।
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংস দলে বাকি চার বিদেশি ক্রিকেটার শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের পর সিএসকে-র দলে সবচেয়ে বেশি ক্রিকেটার শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা আছেন এই দলে। এছাড়া চেন্নাই সুপার কিংস দলে আছেন ইংল্যান্ডের মঈন আলি ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। একসময় পর্যন্ত ব্রাভো সিএসকেতে খেলেছেন। কিন্তু এখন তিনি অবসর রয়েছেন। কিন্তু অন্যদিকে আইপিএলের বাকি নয়টি দলে পাকিস্তান বাগে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ বা আফগানিস্তান সহ অন্যান্য দেশের ক্রিকেটাররাও রয়েছেন।
advertisement
সিএসকে স্কোয়াড: এমএস ধোনি, শিবম দুবে, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে, সমীর রিজভি, শার্দুল ঠাকুর, দীপক চাহার, তুষার দেশপান্ডে, অজয় মণ্ডল, মুকেশ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, শেখ রশিদ, সিমরজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, অবনীশ রাও আরাভালিস (সমস্ত ভারতীয়), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), মাথিশা পাথিরানা, মহেশ থিকশানা (শ্রীলঙ্কা) এবং মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2024: আইপিএলের একমাত্র দল, যেই স্কোয়াডে নেই টি-২০ ক্রিকেটের 'মহারথী' দেশগুলির কোনও ক্রিকেটার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement