ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা, মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার

Last Updated:

West Indies cricketer Clyde Butts dies: গাড়ি দুর্ঘটনায় প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার।

জামাইকা: চলে গেলেন ক্রিকেট বিশ্বের এক কিংবদন্তি। ওয়েস্ট ইন্ডিজের প্রবীণ ক্রিকেটার গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে আসে।
জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ভারতের বিরুদ্ধে। এর পর তিনি নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, কিংবদন্তি অফ-স্পিনার ক্লাইড বাটস মারা গিয়েছেন।
আরও পড়ুন- WPL Auction 2024: মহিলা আইপিএলের নিলামের আগে কোন দলের পকেটে কত টাকা, জেনে নিন
গায়ানার প্রাক্তন অধিনায়ক ও ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার শুক্রবার গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টুইটারে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
advertisement
advertisement
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টুইটে লিখেছে, গায়ানার প্রাক্তন অধিনায়ক এবং ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার ক্লাইড বাটস আজ সন্ধ্যায় মারা গেছেন। আমরা তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।
ক্লাইড বাটস আটের দশকের প্রভাবশালী ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পান। বাটসের টেস্ট অভিষেক হয় ১৯৮৫ সালে। ১৯৮৮ সালে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন।
advertisement
ক্লাইড বাটস ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৭টি টেস্ট ম্যাচ খেলে ১০টি উইকেট নেন। ১০৮ রানও করেন। তিনি ৮৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৪৮ উইকেট নেন। ক্লাইড বাটস ৩২টি লিস্ট এ ম্যাচে ৩২টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন- কখন-কোথায়-কোন চ্যানেল ও অ্যাপে লাইভ দেখবেন WPL 2024 Auction
ওয়েস্ট ইন্ডিজের আরেক প্রাক্তন ব্যাটসম্যান জো সলোমনও মারা গেছেন। ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জো সলোমনের আন্তর্জাতিক ক্যারিয়ার ৭ বছর স্থায়ী হয়েছিল।
advertisement
তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ খেলেন। একটি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরির সাহায্যে ১৩২৬ রান করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা, মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement