Kickboxing : আজ থেকে ক্যাডেট এবং জুনিয়র ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ধুমধাম করে হবে কলকাতায়
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Kickboxing Association announces the commencement of Wako India Children, Cadet & Junior Championship. ক্যাডেট এবং জুনিয়র ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ধুমধাম করে হবে কলকাতায়
#কলকাতা: ক্রিকেট এবং ফুটবল শহর কলকাতার যতটা প্রিয়, মাইনোর স্পোর্টসও কিন্তু যে একেবারে গুরুত্ব পায় না এমনটা নয়। তার মধ্যে কিববক্সিং শেষ কয়েক বছর ধরে বেশ ভাল জনপ্রিয়তা লাভ করেছে। এই খেলার সুবাদে মানুষের মন এবং শারীরিক সক্ষমতা উভয় বজায় থাকে। পশ্চিমবঙ্গ ক্রীড়া কিকবক্সিং অ্যাসোসিয়েশন ওয়াকো ইন্ডিয়া চিলড্রেন, ক্যাডেট এবং জুনিয়র ন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ, ২০২২ শুরুর ঘোষণা করেছে যা ১৯ থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।
লকডাউন পর্বের পর এটিই হবে প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ যা আমাদের 'সিটি অফ জয়'-এ অনুষ্ঠিত হবে যেখানে সারা দেশ থেকে ১৫০০ জন অংশগ্রহণকারী আসছেন। কলকাতা, আয়োজক শহর বেহালা স্টেডিয়ামে এমন একটি মেগা ইভেন্টের সাক্ষী হবে মাত্র এক মাস আগে এর উদ্বোধনের পরে।
ওয়াকো ইন্ডিয়ার সভাপতি শ্রী সন্তোষ আগরওয়াল বলেছেন যে সাম্প্রতিক বছরগুলিতে এটি একটি মেগা ইভেন্ট হতে চলেছে। এই আসন্ন জাতীয় প্রতিযোগিতায় কলকাতার ৩০ জন এবং সারা বাংলা থেকে প্রায় ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
advertisement
advertisement
তিনি মনে করেন কি বক্সিং খেলাটা আগামীকাল বছরে সারা দেশের মানুষের মধ্যে আরো জনপ্রিয়তা লাভ করবে। এটা এমন একটা খেলা যেটা সাধারণ মানুষদের নিজেদের প্রতি আকৃষ্ট করবে। ১৯৬০ সালে জাপানে আবিষ্কার হয়েছিল এই মার্শাল আর্ট। সাতের দশকে আমেরিকায় সেটা পূর্ণতা পায়।
Location :
First Published :
July 19, 2022 10:55 AM IST