IND vs PAK: ফাইনালের আগে ভারতকে চ্যালেঞ্জ পাকিস্তান অধিনায়কের! বলে দিলেন বড় কথা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK Asia Cup 2025 Final: পাকিস্তান দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনালের আগে ভারতকে চ্যালেঞ্জ পাক অধিনায়কের।
পাকিস্তান দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে জায়গা করে নিয়েছে। বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের পরও বোলারদের দুরন্ত পারফরম্যান্সে ম্যাচে ফিরে আসে এবং বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে দেয়নি। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৭১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদের মুখে পড়ে। সেখান থেকে মহম্মদ হ্যারিস ২৩ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ১৩৫/৮ পর্যন্ত পৌঁছে দেন। তবে ব্যাটিং ইউনিটের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অধিনায়ক সলমন আলি আঘা। তিনি বলেন, ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন রয়েছে এবং ফাইনালের আগে সেই দিকেই মনোযোগ দেওয়া হবে।
advertisement
পাকিস্তানের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করে বাংলাদেশকে চাপে ফেলে দেয়। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ এবং সাইম আয়ূব মিলে নিয়মিত উইকেট তুলে নিয়ে বাংলাদেশের রান আটকে রাখেন। বাংলাদেশ শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৪/৯ রানে থেমে যায়। আঘা বলেন, “শাহিন বিশেষ এক খেলোয়াড়, সে দলের চাহিদা অনুযায়ী পারফর্ম করে।”
advertisement
advertisement
আঘা আরও বলেন, “আমরা যে কাউকে হারাতে পারি। ফাইনালে ফিরে এসে সেটা প্রমাণ করব।” ভারতের বিপক্ষে ফাইনালকে সামনে রেখে দল আত্মবিশ্বাসী থাকলেও ব্যাটিং নিয়ে সতর্ক রয়েছে। রবিবার দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ক্রিকেটপ্রেমীরা এই হাইভোল্টেজ ম্যাচের জন্য মুখিয়ে আছে, কারণ এটি শুধু একটি ফাইনাল নয়, বরং উপমহাদেশীয় ক্রিকেটের দুই মহাশক্তির লড়াই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2025 2:18 PM IST