#মুম্বই: লোধা তোপে এখন বেশ ভালমতো বিপর্যস্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ লোধা কমিশন বিসিসিআইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার পাশাপাশি আরও অনেক সাঁড়াশি আক্রমণেই এখন নেমেছে ৷ আর এর জন্য বোর্ড নিজেরাই অনেকটা দায়ী বলে মনে করছে ক্রিকেট মহলের একাংশ ৷ কারণ লোধার সুপারিশ না মেনে সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণায় আখেরে ক্ষতিই হচ্ছে ভারতীয় ক্রিকেটর ৷
চলতি নিউজিল্যান্ড সিরিজের বাকি ম্যাচগুলো থেকে শুরু করে আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এখন না খেলারই সম্ভাবনা ভারতের ৷ আইসিসি-র এই টুর্নামেন্ট ভারতের খেলায় অনিশ্চিয়তা দেখা দিয়েছে কারণ লোধা কমিশনের রিপোর্ট অনুযায়ী আইপিএলের আগে ও পরে ১৫ দিনের একটা উইন্ডো ছেড়ে রাখতে হবে ৷ এই নির্দেশ অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা খুবই কঠিন ৷ কারণ আইপিএলের আগে অস্ট্রেলিয়া সিরিজ এবং আইপিএলের ঠিক পরেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ তাই লোধার সুপারিশ মানলে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যে কোনও একটা টুর্নামেন্টেই অংশ নেওয়া সম্ভব হবে ৷ আইপিএলকে কি অন্য কোনও উইন্ডোয় আনা যায় জিজ্ঞেস করায় বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘‘সেটা আপনারাই বলুন কী ভাবে সম্ভব? আমরা করে দেব।’’ অনুরাগ ইঙ্গিত দেন, এটা এককালীন সমস্যা নয়। এই সমস্যা আগামী দিনগুলিতেও দেখা যাবে ৷ তাই সেক্ষেত্রে ভারতীয় বোর্ডকে বারবার সমস্যায় পড়তে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anurag Thakur, BCCI, Champions Trophy, Lodha commission