Home /News /sports /

ভারতীয় দল এখনও আশি শতাংশ তৈরি, মত বিরাটের

ভারতীয় দল এখনও আশি শতাংশ তৈরি, মত বিরাটের

Photo: BCCI

Photo: BCCI

সাফল্য পেলেও অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগতে চাইছে না টিম বিরাট ৷

 • Share this:

  #জোহানেসবার্গ: টেস্টে এক নম্বর আসন ফিরে পেয়েছে ভারত ৷ ওয়ান ডে এবং টি২০ সিরিজও জিতে আফ্রিকার মাটিতে নতুন নজির গড়েছে বিরাট কোহলির ভারত ৷ স্বভাবতই এখন আরও আত্মবিশ্বাসী দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে ৷ কিন্তু সাফল্য পেলেও অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগতে চাইছে না টিম বিরাট ৷ দক্ষিণ আফ্রিকা সফর শেষে এখন তাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো সামনের ‘বিগ ট্যুর’গুলির উপরই ফোকাস ভারতীয় দলের ৷

  DW3Cd5wW4AAlaIp

  সুনীল গাভাসকর এবং গ্রেম পোলকের হাত থেকে আইসিসি স্মারক নিয়ে কোহলি বলেছেন, ‘‘আমি এখনও বলব, আমরা আমাদের ক্ষমতার আশি শতাংশ কাজে লাগাতে পারছি। আমরা যেটা চাইছি, সেটা যখন ওই দু’টো সফরে করে দেখাতে পারব, তখনই তৃপ্তির ভাবনাটা আসবে। পাশাপাশি এটাও বলব, আমাদের আশি শতাংশ খেলাটাও কিন্তু কম উত্তেজক কিছু নয়। কিন্তু বিশ্বসেরা দল হতে গেলে আমাদের দক্ষতার একশো শতাংশ মাঠে দেখাতে হবে।’’

  First published:

  Tags: ICC Ranking, India, South Africa, Team India, Virat Kohli

  পরবর্তী খবর