• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ভোট প্রচারের সময়ই 'নাগিন ডান্সে' নেচে উঠলেন কংগ্রেস নেতা, দেখুন ভাইরাল ভিডিও

ভোট প্রচারের সময়ই 'নাগিন ডান্সে' নেচে উঠলেন কংগ্রেস নেতা, দেখুন ভাইরাল ভিডিও

 • Share this:

  #কর্ণাটক: আগামিকাল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ । জোরদার প্রচারে ব্যস্ত রাজনৈতিক নেতারা আর এই প্রচারকাজে গিয়েই 'নাগিন ড্যান্সে' মেতে উঠলেন কর্ণাটকের কংগ্রেস নেতা । বৃহস্পতিবারে কর্ণাটকের হাউজিং মন্ত্রী এমটিবি নাগরাজ প্রচারেই ঘটেছে এই ঘটনা । মন্ত্রীর কনভয়ে হঠাৎ করেই বেজে ওঠে ১৯৪৫ সালের হিট ছবি 'নাগিন' এর গান আর এই গান শুনেই গানের তালে মেতে ওঠেন ৬৭ বছর বয়সী ওই মন্ত্রী । হোসকোটে গ্রামে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন নাগরাজ । তারপরই এই ঘটনা ঘটে । সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও । নাগরাজের সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকেন তাঁর সমর্থকরাও ও প্রায় ১০ মিনিট চলে এই নাচ। দেখুন সেই ভিডিও ।

  First published: