Viral Video: হাতে ধরা মা দুর্গার আরতির থালা, শ্রীভূমিতে মাতৃ আরাধনায় রোনাল্ডিনহো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: রোনাল্ডিনহো- দ্বিতীয়াতে মাতৃমূর্তি দর্শনও করলেন এবং মায়ের সামনে প্রদীপের থালি হাতে শ্রদ্ধাও নিবেদন করলেন৷
কলকাতা: একদিকে দেবীপক্ষের সূচনাতেই একাধিক দুর্গাপুজো প্যান্ডেল খুলে গেছে, সারা শহর জুড়ে একেবারে উৎসবের আবহ৷ এর মধ্যে বাড়তি মাত্রা জুড়েছে ,ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনাল্ডিনহো কলকাতায় আসায়৷ কলকাতার ফুটবলপ্রেম সকলেরই জানা তাই যেন আনন্দ দ্বিগুণ হয়েছে৷ রোনাল্ডিনহো কলকাতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন৷
সাধারণত দুর্গাপুজোর উদ্বোধন হয় চতুর্থী-পঞ্চমী তিথিতে৷ আর দেবীর বোধন হয় দুর্গাষষ্ঠীতে৷ কিন্তু রোনাল্ডিনহো- দ্বিতীয়াতে মাতৃমূর্তি দর্শনও করলেন এবং মায়ের সামনে প্রদীপের থালি হাতে শ্রদ্ধাও নিবেদন করলেন৷
দেখুন সেই ভাইরাল ভিডিও
advertisement
#WATCH | West Bengal: Brazilian football legend Ronaldinho visits Sreebhumi Durga Puja Pandal in Kolkata #Navratri pic.twitter.com/hCDwIkT1cn
— ANI (@ANI) October 16, 2023
advertisement
রোনাল্ডিনহো দেখতে সর্বত্রই ভিড় জমিয়েছিলেন ফ্যানরা৷ বার্সিলোনা, এসি মিলানের তারকাকে দেখতে সবাই চিৎকার করছিলেন তাঁর নাম ধরে৷ ৪৩ বছরের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এইরকম স্বাগত পেয়ে দারুণ খুশি৷ সকলকে হাসিমুখে তিনি ধন্যবাদ জানান৷
দুর্গাপুজো কী রকম হয় তা নিয়ে জানেন রোনাল্ডিনহো
কলকাতায় আসার পর আর ১০ অ্যাকাডেমির উদ্বোধন করে ডিজনিল্যান্ডের আধারে তৈরি শ্রীভূমি প্যান্ডেল দর্শনে যান৷ সেখানে দুর্গাপুজোর বিশালত্ব দেখে আয়োজকদের খুঁটিয়ে খুঁটিয়ে দুর্গাপুজোর বিষয়ে নানা জিনিস জানতে চান৷ এরপর তিনি আর্জেন্টিনার তারকা মারাদোনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন৷ এছাড়া তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও দেখা করেন৷
advertisement
রোনাল্ডিনহোকে ৩ ফুটবল ক্লাব স্বাগত জানায়
মুখ্যমন্ত্রীর সঙ্গে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান ক্লাব কর্তারাও রোনাল্ডিনহোকে স্বাগত জানান৷ এরপরেই তিনি প্যান্ডেল উদ্বোধনে যান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 12:30 PM IST