Rashid Khan Wedding Video: না কোনও ডেস্টিনেশন নয়! কাবুলেই পশতুন রীতি মেনে বিয়ে রশিদ খানের, আধুনিক বন্দুক হাতে ঘুরছে মানুষ, হতবাক নেট দুনিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rashid Khan Wedding Video: সারা পৃথিবীর ফ্যানরা এই গুরুত্বপূর্ণ দিনে রশিদকে অভিনন্দন জানাচ্ছে৷ রশিদ খানের বিয়ে উপলক্ষ্যে আফগান ক্রিকেট দলের একাধিক তারকা উপস্থিত ছিলেন।
কাবুল: তারকা রশিদ খানের বিয়ে হল , আর সেটা হল একেবারে আফগানি স্টাইলেই৷ ব্যাঙ্কোয়েটের বাইরে একে ৪৭ হাতে ঘুরছে লোক, ফাটছে বাজি সে একেবারে এলাহি ব্যাপার৷ আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান সম্প্রতি কাবুলে একটি জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছেন৷ আর নানা সংবাদমাধ্যমে তাঁর বিয়ের খবর শিরোনাম ছিনিয়ে নিয়েছে৷ শুধুমাত্র অনুষ্ঠানের জন্যই নয় বরং বিয়েতে এ ধরনের নজিরবিহীন নিরাপত্তার কারণে এবং বাজি ফাটানোর জন্যেও হেডলাইন ছিনিয়ে নিয়েছেন৷
বিয়ের অনুষ্ঠান আফগানিস্তানের রাজধানীতে একটি দুর্দান্ত ম্যারেজ হলে অনুষ্ঠিত হয়েছিল৷ ৩ অক্টোবর অসামান্য বিয়ের অনুষ্ঠান পশতুন রীতিনীতি মেনে হয় এবং এই ইভেন্টের নানা ভিডিও ও ফটো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল হয়েছে।
The wedding hall that will host Rashid Khan’s wedding ceremony in Kabul, Afghanistan today 🔥#ACA pic.twitter.com/FOM2GCkqZw
— Afghan Cricket Association – ACA (@ACAUK1) October 2, 2024
advertisement
advertisement
দৃশ্যত বন্দুক দিয়ে সজ্জিত কর্মীদের দ্বারা পাহারা দেওয়া হয়েছিল, যা আফগানিস্তানের উচ্চ-প্রোফাইল ইভেন্টগুলির জন্য একটি সাধারণ দৃশ্য।
Scene outside Kabul imperial continental hotel which is hosting the wedding ceremony of King Khan 👑🤩🥵 pic.twitter.com/JSZuWiAIIn
— Team ℛashid Khan (@RashidKhanRK19) October 3, 2024
advertisement
—- Polls module would be displayed here —-
সারা পৃথিবীর ফ্যানরা এই গুরুত্বপূর্ণ দিনে রশিদকে অভিনন্দন জানাচ্ছে৷ রশিদ খানের বিয়ে উপলক্ষ্যে আফগান ক্রিকেট দলের একাধিক তারকা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন – Ind vs Ban: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বনধের ঘোষণা, ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ঘিরে অশান্তির আশঙ্কা, কী হবে
advertisement
আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবী প্রথম তাঁর শুভকামনা পাঠান, X (আগের ট্যুইটারে) লিখেছেন, “এক এবং একমাত্র কিং খান, রশিদ খানকে অভিনন্দন, আপনার বিয়েতে! আপনার আজীবন ভালবাসা, সুখ এবং সামনের সাফল্য কামনা করছি।”

advertisement
আফগানিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয় ক্রিকেট জায়ান্ট অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এবং আফগানিস্তানকে তাদের সেমিফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেট করে দেয়, যেটি তারা শেষ পর্যন্ত কম স্কোরিং থ্রিলারে হেরে যায়।
সেমিফাইনালের সেই জয়ে আফগানিস্তানের রাস্তায় জনজোয়ার নামে যার পর রশিদ খানরা আরও বেশি জনপ্রিয় হয়ে যান দেশে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2024 7:51 PM IST